২১ জুলাইয়ের সমাবেশ সভা শুরুর আগে মঞ্চের উপরে উঠে গান গাইতে শুরু করেছেন যুব তৃণমূল কর্মীরা। মঞ্চের সামনে বসে হাজার হাজার শ্রোতা।সভা শুরুর আগে মঞ্চের উপরে উঠে গান গাইতে শুরু করেছেন যুব তৃণমূল কর্মীরা।সঙ্গীত পরিবেশন করেন সৌমিত্র।তাঁর সুরের মুর্ছনায় মেতে উঠেছে উপস্থিত কর্মী সমর্থকরা। মঞ্চের সামনে বসে হাজার হাজার শ্রোতা।
২১ জুলাইয়ের সমাবেশের সকালে টুইট করে বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। টুইটারে তিনি লেখেন, ‘‘শহিদ দিবস আমাদের হৃদয়ে অগণিত আবেগ জাগিয়ে তোলে। আজ বাংলার সেই ১৩ জন বীর শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, যাঁরা অত্যাচারী শক্তির সঙ্গে লড়াই করে এবং গণতন্ত্রকে বাঁচিয়ে রাখতে জীবন উৎসর্গ করেছিলেন। এঁদের থেকেই অনুপ্রাণিত হয়ে আমি ন্যায়সঙ্গত সমাজ গড়ার লক্ষ্যে কাজ করে যাব।’’
Be the first to comment