সময় দুপুর প্রায় ১টা । বৃষ্টি ভেজা ২১-এর মঞ্চে বক্তৃতা দিচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তখনই মঞ্চে প্রবেশ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিদিকে দেখে তখন উল্লাসে ফেটে পড়েছেন তৃণমূল কর্মী-সমর্থকরা । সভাস্থল জুড়ে ‘জয় বাংলা’ ধ্বনি । বক্তৃতা থামিয়ে দিলেন অভিষেক । তখন দিদিকে শোনার জন্য অপেক্ষায় সবাই।
এমন এক মূহূর্তে গান ধরলেন নচিকেতা – ‘যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দুহাত বাড়ায়…’ফের এবারের একুশের সভায় উপস্থিত লক্ষাধিক তৃণমূল কর্মী-সমর্থক তখন নচিকেতার কন্ঠের জাদুতে তালে তাল মিলিয়ে গলা মেলাচ্ছেন।মূহূর্তের মধ্যে বদলে গেল পরিবেশ।
এবারই প্রথম নয়।গত কয়েক বছর ধরেই মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে একুশের মঞ্চে হাজির থাকেন নচিকেতা।তিনি নিজেই বলেছেন, আমাকে মুখ্যমন্ত্রী ডেকেছেন, এটাই সবচেয়ে বড় কথা।এবারও নেত্রীর ডাকে সাড়া দিয়ে নিমেষে মাতিয়ে দিলেন তিনি।দূরদূরান্ত থেকে আসা তৃণমূল কর্মী সমর্থকদের কাছে এ যেন বাড়তি পাওনা।
Be the first to comment