২১ জুলাইয়ের মঞ্চ থেকেই আগামী লোকসভা নির্বাচনের দামামা বাজিয়ে দিলেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার, ধর্মতলায় মহাসমাবেশের মঞ্চ থেকে INDIA-র জয়ের বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর কথায়, “ইন্ডিয়া লড়বে, তৃণমূল সৈনিকের মত ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে থাকবে। ইন্ডিয়াকে জিততে হবে। বিজেপি হারবে। ভারত জিতবে। মোদি হারবে। বিজেপি হারবে। এটা ছাড়া আমাদের কোনও স্লোগান নেই“।
লক্ষ্য লোকসভা নির্বাচন। কেন্দ্র থেকে মোদি সরকারকে হটানোর ডাক দিয়ে ইতিমধ্যেই গঠন হয়েছে বিরোধীদের জোট I.N.D.I.A.। এদিন একুশে জুলাইয়ের মঞ্চ থেকে সেই I.N.D.I.A.-র জয়ের বার্তা দেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “জিতেগা ইন্ডিয়া।“ তবে, কোনও চেয়ারের লোভে জোটে নেই তৃণমূল। স্পষ্ট জানিয়ে দিলেন তৃণমূল সুপ্রিমো। তিনি বলেন, “আমি খুশি, ২০২৪-র লোকসভা নির্বাচনের আগে আমরা INDIA নামে একটি জোট তৈরি করতে পেরেছি। গোটা ভারতবর্ষে এই ব্যানারে লড়াই হবে। আমরা কোনও চেয়ারকে কেয়ার করি না। আমরা চাই গোটা দেশ থেকে বিজেপি রাজনৈতিকভাবে বিদায় নিক।“
মমতার কথায়, “বিজেপিকে আর সহ্য করা যাচ্ছে না। বিজেপি সব সীমা পার করে ফেলেছে।“ তিনি ঘোষণা করেন, “আজ ভারতবর্ষে যে লড়াই হোক না কেন, সব ইন্ডিয়ার ব্যানারে হবে। জিতেগা ইন্ডিয়া, এই ব্যানারে হবে।”
তৃণমূল সভানেত্রী বলেন, ”আগামী ২৪-এ নতুন ইন্ডিয়ার জন্ম হবে। উন্নয়নের জন্য, মানুষের জন্য, একতার জন্য, সম্প্রীতির জন্য, সংহতির জন্য।”মমতা অভিযোগ, পুলওয়ামার মতো ঘটনার ঘটানোর জন্য ষড়যন্ত্র করছেন মোদি। শুভেন্দু অধিকারীর নাম না করে তৃণমূল সুপ্রিমো বলেন, বিজেপি রাজ্যে ৩৫৫-র করার ষড়যন্ত্র করছে, প্রকাশ্যে বলছে। সভার শেষে ‘জয় বাংলা’র পাশাপাশি ’জয় ইন্ডিয়া’র স্লোগান দেন তিনি।
Be the first to comment