আবার দুর্ভোগে রেলযাত্রীরা। ট্রেন লাইন, সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের কাজের জন্য সপ্তাহান্তে ফের ট্রেন বাতিল হাওড়া বর্ধমান শাখায়। দুর্ভোগের আশঙ্কা ব্যান্ডেল, তারকেশ্বরেও। পূর্ব রেলের তরফে বলা হয়েছে, আজ শনিবার ও আগামিকাল রবিবার হাওড়া-বর্ধমান কর্ড, হাওড়া-ব্যান্ডেল-নৈহাটি, বর্ধমান-হাওড়া, কাটোয়া-আজিমগঞ্জ ও খনা-গুমানি বিভাগে বাতিল থাকছে এক গুচ্ছ লোকাল ট্রেন।
রেলের কাজের জন্য যাত্রীদের হয়রানি নতুন কথা নয়। এমনিতেই রেল দুর্ঘটনা আর সিগন্যাল সিস্টেম ও ওভারহেডের রক্ষণাবেক্ষণের জন্য নিত্যদিন নির্ধারিত সময়ের থেকে দেরিতে গাড়ি ছাড়ছে। ফলে অফিসযাত্রীরা সময়মতো গন্তব্যে পৌঁছতে পারছেন না। আর হাওড়া শাখায় এটা যেন রোজকার রুটিন হয়ে দাঁড়িয়েছে। সেই তালিকায় জুড়ল এই শনি রবির নাম।
শনিবার কোন কোন ট্রেন বাতিল?
হাওড়া থেকে বাতিল ট্রেনের নম্বর: 37363, 37229, 37237, 37819, 37651, 36823, 36825, 36827, 36829, 36831, 36033, 36035, 37915
বর্ধমান থেকে বাতিল ট্রেনের নম্বর: 36838, 36840, 37842, 03587
আরামবাগ থেকে বাতিল: 37364
ব্যান্ডেল থেকে বাতিল:37536, 37538, 37242, 37244, 37749
রবিবার কোন কোন ট্রেন বাতিল?
হাওড়া থেকে বাতিল: 37363, 37827, 37229, 37237, 37819, 37651, 37055, 36825, 36827, 36829, 36831, 36033, 37915.
আরামবাগ থেকে বাতিল: 37364
ব্যান্ডেল থেকে বাতিল: 37536, 37538, 37242, 37244, 37749
নৈহাটি থেকে বাতিল: 37535, 37537
বর্ধমান থেকে বাতিল: 37832, 36834, 36836, 36838, 36840, 36844, 03587
এছাড়া মেমারি , শেওড়াফুলি, চন্দনপুর, বারুইপাড়া, ডানকুনি, কাটোয়া সহ একাধিক ট্রেন আগামিকাল বাতিল থাকছে।
Be the first to comment