পঞ্চায়েত ভোট নিয়ে নতুন আবেদন শুনতেই ‘বিরক্ত’ প্রধান বিচারপতি!

Spread the love

পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হওয়ার পর থেকে একের পর এক মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। সোমবার পঞ্চায়েতের অন্তত ৭৩টি মামলার শুনানি রয়েছে। এর মাঝে নতুন আবেদন শুনে বিরক্তি প্রকাশ করলেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। সব মামলার শুনানি স্থগিত করে দেওয়ার হুমকিও দেন তিনি।

সোমবার উচ্চ আদালতে পঞ্চায়েতের একগুচ্ছ মামলার শুনানি রয়েছে। প্রধান বিচারপতি এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের যৌথ বেঞ্চেই রয়েছে প্রায় ২৬টি জনস্বার্থ মামলা। এর মাঝে একটি মামলায় নতুন আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হয়েছিলেন এক মামলাকারী। তা শুনে বিরক্তি প্রকাশ করে প্রধান বিচারপতি বলেন, ‘‘মামলা তো চলছে। কেন আবার নাক গলাচ্ছেন? এ নিয়ে তো অধীর রঞ্জন চৌধুরীর মামলা রয়েছে। তা ছাড়াও এত মামলা রয়েছে। আমরা কিন্তু সব মামলার শুনানি স্থগিত করে দিতে বাধ্য হব। শেষ কয়েক মাসে কোনও কাজ করা যাচ্ছে না।’’
পাশাপাশি মামলাকারী আইনজীবীকে তিনি ধমক দিয়ে বলেন, “মামলা দায়ের তো করেছেন। নতুন করে আবেদন কেন? মামলা প্রত্যাহার করে নিন। না হলে মামলা খারিজ করে ২৪ ঘণ্টার মধ্যে কড়া অর্থদণ্ড দেব। আপনারা কি আদালতের সঙ্গে রাজনীতির খেলা শুরু করার চেষ্টা করছেন? আদালতের কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখুন।’’

এর পরেও মামলাকারীর অনড় মনোভাব দেখে প্রধান বিচারপতি তাঁর মামলা খারিজ করে জরিমানার নির্দেশ দেন। ৪৮ ঘণ্টার মধ্যে রাজ্য লিগ্যাল সার্ভিসেস অথরিটির দফতরে ১ লক্ষ টাকা জরিমানা জমা দিতে বলা হয়েছে মামলাকারীকে। এর পরেই তাঁর আইনজীবী জানান, অবিলম্বে তাঁরা আবেদন প্রত্যাহার করে নিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*