ডেঙ্গি মোকাবিলায় সচেতনতা প্রচার, গাইডলাইন প্রকাশ স্বাস্থ্যভবনের

Spread the love

রাজ্যে ডেঙ্গি সেভাবে হানা না দিলেও, বর্ষা আসায় সতর্ক প্রশাসন। ডেঙ্গি হলে সবচেয়ে প্রয়োজন প্লেটলেট। সেই কারণে প্লেটলেটের ঘাটতি ঠেকাতে গাইডলাইন জারি করল স্বাস্থ্য দফতর। পাঠিয়েও দেওয়া হয়েছে বিভিন্ন জেলার হাসপাতালে ও ব্লাড ব্যাঙ্কে। আগেই প্রশাসনকে ডেঙ্গি ও ম্যালেরিয়া মোকাবিলায় নামার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো পুরসভা, পঞ্চায়েতের উদ্যোগে মশা মারতে নর্দমা, খালে গাপ্পি মাছ ছাড়া হচ্ছে।

কী রয়েছে গাইডলাইনে?
১০ হাজারের নীচে রোগীর প্লেটলেট কাউন্ট নেমে গেলে প্লেটলেট দিতে হবে।
রক্তপাত না হলে,যাদের প্লেটলেট কাউন্ট ১০ থেকে ২০ হাজারের মধ্যে তাদের প্লেটলেট দেওয়ার প্রয়োজন নেই।
কোন গ্রুপের প্লেটলেট প্রয়োজন তা প্রেসক্রিপশনে উল্লেখ করতে হবে।

ডেঙ্গি সংক্রমণে রোগীর দেহে প্লেটলেট কাউন্ট কমে যায়। তখন রক্তপাত হতে পারে। সে সময়ে ডেঙ্গি আক্রান্তকে প্লেটলেট দিতে হয়। প্লেটলেট নিয়ে অতিরিক্ত আতঙ্কও তৈরি হয় রোগী ও তার পরিবারের মধ্যে। অনেকেই ভাবে ডেঙ্গি হলেই প্লেটলেট দিতেই হবে। কিন্তু সবক্ষেত্রে সেটা হয় না। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা গিয়েছে জনমানসে সচেতনতা গড়ে ওঠেনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*