ফের পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ! রবিবার উত্তর-পশ্চিম পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় ‘জামিয়াত উলেমা-ই-ইসলাম-এফ’ (জেইউআই-এফ) নামক একটি সংগঠনের সমাবেশ ছিল। সংগঠনের অন্তত ৪০০ কর্মী-সমর্থক সেখানে জড়ো হয়েছিলেন। সেখানেই আচমকা বিস্ফোরণ ঘটে। ঘটনায় ইতিমধ্যেই মৃত্যু হয়েছে কমপক্ষে ৩৯ জনের। আহত হয়েছেন কমপক্ষে ১২৭ জন। তাঁদের মধ্যে ১৭ জনের অবস্থা আশঙ্কাজনক বলে পুলিশ সূত্রে খবর। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে অনুমান করা হচ্ছে। চলছে উদ্ধারকার্য।
স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিস্ফোরণে মৃত্যু হয়েছে জামিয়ত উলেমা ইসলাম-ফজলের অন্যতম শীর্ষ নেতা মৌলানা জিয়াউল্লা জানের। বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ এবং দমকল বাহিনী। আহতদের উদ্ধার করে দ্রুত পেশোয়ার এবং তিমেরগেরার হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। তবে কে বা কারা এই বিস্ফোরণ ঘটাল তা এখনও স্পষ্ট নয়। এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত রয়েছে কী না তা তদন্ত করে দেখা হচ্ছে। প্রসঙ্গত, গত মঙ্গলবার খাইবার পাখতুনখোয়ায় একটি মসজিদে আত্মঘাতী হামলার ঘটনা ঘটে। একজন পুলিশ কর্মকর্তা নিহত হন এবং বেশ কয়েকজন আহত হন।
Be the first to comment