মণিপুর ইস্যুতে কেন্দ্রের নীরবতা নিয়ে আক্রমণ করে টুইট মমতার

Spread the love

মণিপুর নিয়ে কেন্দ্রীয় সরকারের নীরবতা নিয়ে তীব্র আক্রমণ করলেন তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার, সন্ধেয় নিজের টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে পোস্ট করেন মমতা। সেখানেই নাম না করে মোদি সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তিনি।

দুদিনের মণিপুর সফর সেরে রবিবারেই ফেরেন INDIA- জোটের প্রতিনিধিরা। দলে ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব। সাংবাদিকদের সুস্মিতা জানান, মণিপুরের মানুষ মোদির মৌনতা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এরপরেই টুইটে বাংলার মুখ্যমন্ত্রী লেখেন,
“মণিপুর থেকে হৃদয় বিদারক পরিস্থিতি শুনে আমি গভীরভাবে ব্যথিত। মানুষের জীবন নিয়ে কখনই ঘৃণার, যন্ত্রণার পরীক্ষা করা উচিত নয়। তবুও, ক্ষমতায় যারা আছে, তারা নীরবতা। INDIA মানবতার মাধ্যমে ক্ষত সারিয়ে মানবতার শিখা জ্বালাবে।
আমি মণিপুরের সাহসী ভাই ও বোনদের মানবতার স্বার্থে শান্তি ফিরিয়ে আনার জন্য আন্তরিকভাবে অনুরোধ করছি। আমরা আপনাদের পাশে আছি। সম্পূর্ণ সমর্থন এবং সমবেদনা প্রকাশ করছি।“

প্রথম থেকে মণিপুরের হিংসা নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে নারী নিগ্রহের ঘটনার তীব্র প্রতিবাদ করেন তিনি। প্রথমেই হিংসা দীর্ণ মণিপুরে যায় তৃণমূলের প্রতিনিধিদল। পরে INDIA- জোটের মুখ্যমন্ত্রীদের সেখানে যাওয়ার জন্য প্রস্তাব দেন মমতা। নিজেও যেতে চান মণিপুরে। কিন্তু এতজন মুখ্যমন্ত্রী একসঙ্গে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তার প্রসঙ্গ ওঠে। এর পরেই যায় INDIA-জোটের প্রতিনিধিদল। তাঁদের ফেরার পরেই মণিপুরের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের ভূমিকায় প্রবল উষ্মা প্রকাশ করেন মুখ্যমন্ত্রী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*