সোমবার মণিপুর নিয়ে উত্তাল সংসদের দুই কক্ষ। বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা আজ লোকসভা অধিবেশন শুরুর আগেই এই নিয়ে বৈঠক করেন। প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তোলা হয় সংসদে। যদিও এদিন ফের বিজেপির তরফ থেকে অসহযোগিতা দেখা যায় বলেই অভিযোগ। একই ছবি রাজ্যসভাতেও। অধিবেশনের শুরুতেই মণিপুরকে কেন্দ্র করে হট্টগোল শুরু। অধিবেশনের কয়েক মুহূর্তের মধ্যেই মুলতবি হয়ে যায় লোকসভা।
উত্তর-পূর্বের রাজ্যের অশান্তি নিয়ে চলতি বাদল অধিবেশনের প্রথম দিন থেকেই সরব হয়েছেন বিরোধীরা। কিন্তু লোকসভা বা রাজ্যসভায় প্রধানমন্ত্রীর দেখা মেলেনি। অশান্ত মণিপুর থেকে ফিরে সোমবার সেখানকার ভয়ংকর পরিস্থিতির কথা সংসদে তুলে ধরার চেষ্টা করেন ‘ইন্ডিয়া’ জোটের সাংসদরা। রাজ্য ও কেন্দ্র পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করে বিরোধী জোটের প্রতিনিধি দলের সদস্যরা জানান, এখনও পর্যন্ত মণিপুরে ১৪০ জনের প্রাণহানি ঘটেছে। পাঁচ হাজার বাড়িঘর জ্বলেছে। মেইতেই ও কুকি উভয় সম্প্রদায়ের ৬০ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয় শিবিরে দিন কাটাচ্ছেন। তিন মাস ধরে সে রাজ্যে যে অশান্ত পরিস্থিতি তাতে প্রশ্নের মুখে দেশের নিরাপত্তা। দুই দিনের মণিপুর সফর সেরে ফেরার পর রবিবার ইন্ডিয়ার প্রতিনিধিরা বলেন, “এর পরেও এই সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর নীরবতা সত্যিই বিস্মিত করে।” মূলত এই ইস্যুতেই আজ গোড়া থেকেই তথ্য সংসদের দুই কক্ষ। শেষ খবর পাওয়া পর্যন্ত এই নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে কোনও জবাব মেলেনি ।
Be the first to comment