সোমবারে সকালে চলন্ত ট্রেনে রক্ত ঝরলো। মুম্বইগামী জয়পুর এক্সপ্রেসে ট্রেনের ভিতরে রেলওয়ে সুরক্ষা বাহিনীরই এক জওয়ান গুলি চালান বলে অভিযোগ। ঘটনায় চারজন মারা যান। অভিযুক্ত আরপিএফ জওয়ান চেতন সিংকে গ্রেফতার করে বোরিভালি থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আজ ভোর পাঁচটা তেইশ মিনিট নাগাদ মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়া ১২৯৫৭৬ জয়পুর এক্সপ্রেস ট্রেনের বি৫ কামরায় এই গুলি চালানোর ঘটনা ঘটে। এসকর্ট ডিউটিতে থাকা চেতন নামের একজন এসকর্ট ইনচার্জ এএসআইকে গুলি করেছেন বলে অভিযোগ। মৃত পুলিশকর্মীর নাম টিকা রাম মীনা। এরপর পাশের কামরায় গিয়ে অভিযুক্ত গুলি চালালে তিন সাধারন যাত্রীর মৃত্যু হয় বলে খবর। এরপর দহিসার স্টেশনের কাছে চেন টেনে থামান সেই আরপিএফ কনস্টেবল। এরপর ট্রেন থেকে ঝাঁপ দিয়েও লাভ হয়নি, রেল পুলিশ ও অন্য আধিকারিকদের সহায়তায় অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
Be the first to comment