নবাব মালিককে দু’মাসের অন্তর্বর্তী জামিনের ‘সুপ্রিম’ নির্দেশ

Spread the love

টানা দেড় বছর কারাবাসের পর দুমাসের অন্তর্বর্তী জামিন পেলেন মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী এনসিপি নেতা নবাব মালিক। জানা গিয়েছে, শারীরিক অসুস্থতার কারণেই তাঁকে দু’মাসের অন্তর্বর্তীকালীন জামিন দিয়েছে সুপ্রিম কোর্ট। শুক্রবার সুপ্রিম কোর্টের বিচারপতি অনিরুদ্ধ বোস এবং বিচারপতি বেলা এম ত্রিবেদীর বেঞ্চ সাফ জানিয়েছে, মামলার ‘মেরিটে’র উপর ভিত্তি করে নয়, কেবল স্বাস্থ্যের কারণে জামিন দেওয়া হচ্ছে নবাবকে।

জানা গিয়েছে, কিডনির অসুখ সহ একাধিক দুরারোগ্য রোগে ভুগছেন প্রবীণ এনসিপি নেতা। আর সেকারণেই সুপ্রিম কোর্টও জামিন দেওয়ার বিষয়টি তুলে ধরেছেন তিনি। বেআইনি আর্থিক লেনদেনে জড়িত থাকার অভিযোগে ২০২২ সালের ২৩ ফেব্রুয়ারি নবাবকে গ্রেফতার করে ইডি। এমনিতেই নবাব মালিক এনসিবির প্রাক্তন জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়েকে নিশানা করার জন্য খবরের শিরোনামে এসেছিলেন। ২০২১ সালের অক্টোবরে সেই অফিসার মুম্বই উপকূলের একটি ক্রুজ জাহাজে অভিযান চালান। আর তারপরেই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রকাশ্যে এসেছে। সেই সময়, মিঃ মালিকের জামাই সমীর খানকে মাদকপাচার মামলায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয়।

চলতি বছরের জুলাই মাসে তাঁর শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে বোম্বে হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেছিলেন নবাব। সেইসময় হাইকোর্ট তাঁর সেই জামিনের আবেদন নাকচ করে দেয়। হাই কোর্ট সাফ জানায়, তিনি কোনও জটিল রোগে ভুগছেন না।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*