বাংলার পঞ্চায়েত নির্বাচনে গো-হারা হেরে হিংসার অভিযোগ তুলেছে বিজেপি। সেই সুরে সুর মিলিয়ে ভার্চুয়াল ভাষণে বাংলার ভোট হিংসা নিয়ে শনিবার সরব হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর এহেন অভিযোগের পাল্টা জবাব দিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মোদিকে তোপ দেগে জানালেন, “আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি।”
এদিন ভার্চুয়াল ভাষণে বাংলায় ভোট হিংসার অভিযোগ তুলে বিজেপির প্রশংসা করে মোদি বলেন, “পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। বাংলার ভোটে তৃণমূল রক্তের খেলা খেলেছে। প্রস্তুতির সময় না দিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করে। বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হয়েছে। যদি মনোনয়ন জমাও দিতে পারেন, তো ভোটের লড়াইতে বাধা দেওয়া হয়। প্রচারে বাধা দেওয়া হয়। শুধু বিজেপি নেতাদেরই নয়, ভোটারদেরও ভয় দেখানো হয়েছে। বিজেপি প্রার্থীদের আত্মীয়দেরও হুমকি দেওয়া হয়। ভোটে ছাপ্পা দেওয়া হয়েছে। বুথ দখলের জন্য গুন্ডাদের বরাত দেওয়া হয়। ব্যালট বক্স চুরির বরাতও দেওয়া হয়। ভোটগণনার সময় বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।” ভোট হিংসা নিয়ে এদিন মোদির অভিযোগকে পুরোপুরি মিথ্যা বলে পাল্টা তোপ দেগেছে তৃণমূল।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদির অভিযোগের পাল্টা তোপ দেগে বলেন, “কোনও তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছেন নরেন্দ্র মোদি। উনি চান গরিব মানুষদের মৃত্যু হোক। শুধুমাত্র বিজেপি নেতারা বেঁচে থাকুক। আপনি দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে পারেন না। কারণ আপনি একাধিক দুর্নীতি ইস্যুতে যুক্ত। কখনও কখনও সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন। সবসময় পারবেন না। আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি।”
মমতার পাশাপাশি রাজ্যের মন্ত্রী শশী পাঁজাও মোদিকে তোপ দেগে বলেন, “নির্বাচনে জিততে পারেননি বলে আপনি বাংলা সম্পর্কে অসত্য কথা বলবেন মোদিজি? আপনি বলছেন এখানকার সরকার নাকি আদিবাসী দলিতদের উপর অত্যাচার করে। গোটা ভারত জানে আদিবাসী দলিতদের উপর সবচেয়ে বেশি অত্যাচার হয় বিজেপি শাসিত উত্তর প্রদেশ, মধ্যপ্রদেশে। দলিতদের উপর প্রস্রাব, নির্যাতন, ধর্ষণ করা হচ্ছে ওখানে। এখানে এসে বলছেন বাংলার আদিবাসীদের মমতা বন্দ্যোপাধ্যায় দেখছেন না! আপনি মিথ্যা বলছেন।” পাশাপাশি আর বলেন, “এখানে পঞ্চায়েত নির্বাচনে হেরেছেন বলে সন্ত্রাসের অভিযোগ করছেন আপনি। সন্ত্রাস যদি হয়ে থাকে তা বিজেপি করেছে। বাংলায় মৃত শরীর দরকার ছিল আপনাদের, তা নিয়ে ডেডবডি পলিটিক্স করেছেন। অত্যন্ত দুখঃজনক।”
Be the first to comment