সোমবার ভূমিকম্পে কেঁপে উঠল মেঘালয়ে ভারত-বাংলাদেশের সীমাবন্তবর্তী এলাকা। কম্পন অনুভূত হয়েছে কলকাতাতেও। তা টের পান অনেকেই। উত্তর ২৪ পরগনা-সহ রাজ্যের একাধিক জেলাও কেঁপে ওঠে। ভারত, বাংলাদেশ ছাড়াও এই কম্পন অনুভূত হয় মায়ানমার, ভূটানের বহু জায়গায়। জানা গিয়েছে রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৪। জানা গিয়েছে বাংলাদেশের সিলেটে এই ভূমিকম্পের এপিসেন্টার ছিল। এদিনের ভূমিকম্পের ঘটনায় তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতের সংখ্যাও নেই। প্রসঙ্গত, জুন মাসেও ভূমিকম্পে কেঁপে উঠেছিল বাংলাদেশ। তখনও বাংলাদেশের সিলেটের কাছে ভূমিকম্পের উৎসস্থল ছিল। আজ রাতে ভূপৃষ্ঠ থেকে ১৬ কিলোমিটার নীচে ভূমিকম্প হয়েছে।
Be the first to comment