৭৭ তম স্বাধীনতা দিবস পালন করছে গোটা দেশ। মঙ্গলবার বিশেষ এই দিনে লালকেল্লা থেকে নিজের ১০ তম ভাষণে মণিপুর হিংসা নিয়ে মুখ খুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। হিংসাগ্রস্থ মণিপুর প্রসঙ্গে জানালেন, এখন মণিপুর থেকে শান্তির খবর আসছে।
এদিন লালকেল্লা থেকে নিজের ভাষণে প্রধানমন্ত্রী বলেন, “মণিপুরে দীর্ঘদিন ধরেই হিংসার ঘটনা ঘটেছে বহু মানুষ প্রাণ হারিয়েছেন, কিন্তু গত কয়েকদিন ধরে সেখান থেকে শান্তির খবর আসছে। সমস্যার সমাধানের জন্য রাজ্য ও কেন্দ্রীয় সরকার মিলে চেষ্টা করছে এবং আগামী দিনেও করবে।” এছাড়া মনিপুরবাসীকে আশ্বস্ত করে প্রধানমন্ত্রী বলেন, দেশ ওনাদের পাশে আছে এবং থাকবে। তাঁর কথায়, মণিপুরে মা-বোনেদের সম্মানহানি ঘটেছে। কিন্তু এখন গোটা দেশ মণিপুরের পাশে দাঁড়িয়েছে। প্রধানমন্ত্রী জানান, আমরা ওখানে শান্তিপূর্ণ সমাধানের রাস্তা বের করব। আপনাদের আবেদন মণিপুরে শান্তি বজায় রাখুন। শান্তিতেই সমাধানের পথ বের হবে।
গত তিন মাসেরও বেশি সময় ধরে জাতিগত হিংসায় বিধ্বস্ত মণিপুর। পুলিশের কাছে অভিযোগ জমা পড়েছে সাড়ে ৬ হাজারের বেশি। গত ৩ মে থেকে এই রাজ্যে কুকি-জো-চিন ও মেইতি সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে এই পরিসংখ্যান। পুলিশি এই ডেটা সম্প্রতি জমা পড়েছে সুপ্রিম কোর্টে। এই পরিস্থিতিতে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী যাতে মুখ খোলেন তা নিয়ে বারবার সরব হয়েছে বিরোধীরা। এই ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবও আনে তারা। কংগ্রেসের তরফে দাবি করা হয়, সংসদে এসে প্রধানমন্ত্রী যাতে মণিপুর ইস্যুতে মুখ খোলেন সেই লক্ষ্যেই অনাস্থা। যদিও সংসদে দু’ঘণ্টার ভাষনে মণিপুরী ইস্যুতে মাত্র ২ মিনিট বক্তব্য রাখতে দেখা গিয়েছিল মোদিকে। এবার লালকেল্লা থেকে মণিপুরে শান্তির আর্জি জানালেন প্রধানমন্ত্রী।
Be the first to comment