শীর্ষ আদালত সাজায় স্থগিতাদেশ দেওয়ার পর সাংসদ পদ ফিরে পেয়েছিলেন রাহুল গান্ধী। এবার সংসদের স্থায়ী কমিটির সদস্যপদও ফিরে পেলেন কেরলের ওয়েনাড়ের কংগ্রেস সাংসদ। প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হয়েছে রাহুল গান্ধীকে। সম্প্রতি লোকসভা সচিবালয়ের বুলেটিনে এ কথা জানানো হয়েছে।
মোদি পদবি অবমাননা মামলায় রাহুলকে গত ২৩ মার্চ দোষী সাব্যস্ত করেছিল সুরাটের ম্যাজিস্ট্রেট আদালত। তাঁকে দু’বছরের কারাদণ্ডের সাজাও দিয়েছিলেন সুরাট ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক। ওই শাস্তির ফলেই রাহুলের সাংসদ পদ খারিজ হয়ে যায়। সাংসদ পদ খোয়ানোর সময় রাহুল সংসদীয় প্রতিরক্ষা বিষয়ক স্থায়ী কমিটিরই সদস্য ছিলেন। স্বাভাবিকভাবে সেই পদ থেকেও সরিয়ে দেওয়া হয় রাহুলকে। তবে গত ৪ অগস্ট শীর্ষ আদালতের তরফে রাহুলের সাজায় স্থগিতাদেশ দেওয়ার ৪৮ ঘণ্টা পর, ৭ অগস্ট রাহুলকে তাঁর সাংসদ পদ ফিরিয়ে দেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এবার প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ ফিরিয়ে দেওয়া হল রাহুলকে।
রাহুলের পাশাপাশি পঞ্জাবের জলন্ধরের নবনির্বাচিত ‘আপ’ সাংসদ সুশীল কুমার রিঙ্কুকেও সংসদীয় স্থায়ী কমিটির সদস্যপদ দেওয়ার কথা জানানো হয়েছে লোকসভা সচিবালয়ের তরফে। সাংসদ রিঙ্কু পেয়েছেন কৃষি, পশুপালন এবং খাদ্য প্রক্রিয়াকরণ সংক্রান্ত স্থায়ী কমিটির সদস্যপদ।
Be the first to comment