অপেক্ষার আর মাত্র কয়েক ঘণ্টা। আগামীকাল অর্থাৎ বুধবার চাঁদের মাটি ছুঁয়ে দেখবে ভারত। চন্দ্রযান ৩- এর সাফল্য কামনা করে নাম না করে বিরোধীদের বিঁধলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি টুইটবার্তায় জানান চন্দ্রযান ৩ মিশনে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীদেরও অবদান রয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক টুইটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘চন্দ্রযান ৩ অভিযান গোটা দেশের জন্য একটা গর্বের ব্যাপার। ইসরোর এই দল ভারতের। তাদের কঠোর পরিশ্রম দেশের অগ্রগতির সাক্ষ্য বহন করে। এই অগ্রগতি এসেছে জনগণ, বিজ্ঞানী ও অর্থনীতিবিদদের দ্বারা। কোনও একটা রাজনৈতিক দলের জন্য নয়’। তিনি আরও লেখেন, ‘গোটা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের বিজ্ঞানীরাও এই অভিযানে অবদান রেখেছেন। চন্দ্রাভিযানকে যারা উচ্চতার শিখরে নিয়ে গিয়েছেন, তাদের কঠোর শ্রমকে আমি সাধুবাদ জানাই’।
ইসরোর বিজ্ঞানীরা বিশ্বের চতুর্থ দেশ হিসাবে চাঁদের মাটি ছুঁতে চলেছে। চন্দ্রযান ২ এর শেষ মুহূর্তের ব্যর্থতা কথা কেঊ ভোলে নি। তাই প্রতি মুহূর্তে গোটা দেশবাসী অভিযানের সাফল্য কামনায় প্রার্থনা করছে। উল্লেখ্য, বাঁকুড়ার ছাতনায় চন্দ্রযান ৩ এর সাফল্য কামনায় যজ্ঞের আয়োজন করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের দৌলতে।
Be the first to comment