“সাম্প্রতিককালে একটি ছবিকে কেন্দ্র করে বিজেপি শাষিত রাজ্য গুলিতে যে তাণ্ডব চলছে তাতেও তাঁর(প্রধানমন্ত্রী) মুখে কুলুপ আছে, টুইটও হচ্ছে না। আমরা এই শিশুদের উপরে আক্রমণ নিয়ে তিনি যে টুইট করেছেন। কিন্তু তার কাছে এটাও আশা করা যায় যে তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে ভারতের বিভিন্ন অংশে, এমনকি হরিয়ানাতে কদিন আগেই দেখলাম যে শিশুদের বাসের উপরেও আক্রমণ হয়েছে। সে বিষয়ে কিন্তু প্রধানমন্ত্রী এখনও পর্যন্ত নীরবই আছেন। বাইরের ব্যাপারে তিনি সরব হয়েছেন বলে আমরা তাঁর সমালোচনা করছি না, কিন্তু দেশের ভেতরের ব্যাপারে তিনি কেনও নীরব আছেন, সেই প্রশ্ন আমরা তুলছি।”
শনিবার এমনটাই বললেন, বিধানসভার পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
এদিন তিনি আরও বলেন, “দিনের পর দিন তাণ্ডব চলছে, তাতে সেই সমস্ত রাজ্যের প্রশাসন নীরব আছে এই কারণেই যে তারা বিজেপি শাসিত। এবং এই আন্দোলেনের পেছনে যে বিজেপির লোকরা আছে এটা আজকে সবাই জানে। কখনও বলছে আরএসএস, কখনও বলছে অন্যটা। আমরা অত কিছু জানিনা, যেটা জানি যে বাক স্বাধীনতা, সংস্কৃতিতে যে ভাবে এরা ছড়ি ঘোরাবার চেষ্টা করছে, এটা অত্যন্ত নিন্দনীয়।”
Be the first to comment