ববি দেওল
(জন্মঃ ২৭ জানুয়ারী, ১৯৬৯ )
তিনি একজন ভারতীয় অভিনেতা। বলিউডের জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্রের পুত্র ও সানি দেওলের ভাই তিনি।
.
তিনি গুপ্ত, কারিব, সোলজার, দিল্লাগি, আজনাবি, ক্রান্তি, হামরাজ, চোর মাচায়ে শোর, কিসমাত, জুর্ম, আলাগ, আপনে, নাকাব, চামকু, হিরোস, প্লেয়ারস, পোস্টার বয়েজ, ইত্যাদি বহু সিনেমায় অভিনয় করেছেন।
১৯৯৫ সালে তিনি বারসাত সিনেমায় তার ভূমিকার জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিষেক পুরস্কার লাভ করেন এবং পরে ২০০২ সালে হামরাজ সিনেমায় তার অভিনয়ের জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জন্য মনোনীত হয়েছিলেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
=============================================================================================
বিক্রম ভাট
জন্মঃ ২৭ জানুয়ারি ১৯৭৯
তিনি বলিউডের একজন জনপ্রিয় পরিচালক ও প্রযোজক।
জানাম, মদহৌস, গুনেহগার, গুলাম, কসুর, রাজ, ইন্তেহা, ফুটপাথ, এলান, জুর্ম, স্পীড, ১৯২০, সাপিথ, রাজ রিবুট, লাভ গেমস, মিস্টার এক্স, ইত্যাদি বহু ছবি পরিচালনা করেছেন।
দস্তক, এইতবার, ইয়াকিন, আঁখে, হেট স্টোরি, খামোশিয়া ইত্যাদি ছবির স্টোরি লেখা। লঙ্কা, হেট স্টোরি, ভাগ জনি, ডেনজারস ইস্ক ইত্যাদি ছবি তিনি প্রযোজনা করেছেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
=============================================================================================
অজিত খান
জন্মঃ ২৭ জানুয়ারি ১৯২২
অজিত নামে পরিচিত অভিনেতা হামিদ আলি খান হায়দ্রাবাদে জন্মগ্রহণ করেন।
ক্রিমিনাল, গ্যাঙ্গস্টার, আ গলে লাগ জা, আতিশ, শক্তিমান, আদমি, জিগার, রাজ তিলক, রাজা অর রানি, চোরনি, মঙ্গলপান্ডে, খুদা কসম, আজাদ, দেশ পারদেশ, জানেমন, সংগ্রাম, প্রতিজ্ঞা, পাপ অর পুন্য, সামঝোতা, জঞ্জির, ধাত্রী, প্রিন্স ইত্যাদি বহু ছবিতে অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁর প্রতি জানাই শ্রদ্ধাঞ্জলি।
=============================================================================================
শ্রেয়াস তালপাড়ে
জন্মঃ ২৭ জানুয়ারি ১৯৭৬
তিনি একজন অভিনেতা, যিনি মারাঠি ও হিন্দি ছবিতে অভিনয় করেন।
আঁখে, ইকবাল, ডোর, আগার, বোম্বে টু ব্যংকক, পেঙ্গ গেস্ট, ক্লিক, হেল্প, মির্চ, জোকার, ধামাল, মালামাল, কামাল, গোলমাল এগেন ইত্যাদি বহু ছবিতে তিনি অভিনয় করেন।
রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।
Be the first to comment