লোকসভার আগে নভেম্বরেই ৫ রাজ্যের বিধানসভা নির্বাচন

Spread the love

নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন হতে চলেছে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন(assembly election)। নির্বাচন কমিশন(Election commission) সূত্রে জানা গেল এমনটাই। সর্বভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, নির্বাচন কমিশন আগামী ৮ থেকে ১০ অক্টোবরের মধ্যে পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করবে।

রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে, মিজোরাম এবং তেলঙ্গনা, এই পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা ২০২৩ সালে। তবে জল্পনা শুরু হয়েছিল এই পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনের সঙ্গেই সম্পন্ন হবে লোকসভা নির্বাচন। কিন্তু সে সম্ভবও না একেবারেই নেই বলে জানা যাচ্ছে সুত্র মারফত। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে পাঁচ রাজ্যের নির্বাচন। এর মধ্যে ২০১৮ সালের মতো ছত্রিশগড়ে এবারও দু দফায় ভোটগ্রহণের সম্ভাবনা রয়েছে। বাকি চার রাজ্যে এক দফায় হতে পারে ভোট। একইসঙ্গে ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে পাঁচ রাজ্যে একসঙ্গে ভোট গণনার সম্ভাবনা।

মিজোরামের বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ১৭ ডিসেম্বর। বিজেপির জোট সঙ্গী মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ) উত্তর-পূর্ব রাজ্যে ক্ষমতায় রয়েছে। তেলঙ্গনা, রাজস্থান, ছত্তিশগড় এবং রাজস্থানের বিধানসভার মেয়াদ আগামী বছরের জানুয়ারিতে শেষ হবে।

কে চন্দ্রশেখর রাও-র নেতৃত্বাধীন ভারত রাষ্ট্র সমিতি (বিআরএস) তেলঙ্গনায় শাসন ক্ষমতায় রয়েছে। আর মধ্যপ্রদেশ বিজেপি শাসিত। ছত্তিশগড় ও রাজস্থানে কংগ্রেসের সরকার রয়েছে। পাঁচটি রাজ্যে বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগে রাজস্থান, মিজোরাম, মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তিশগড়ে নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখেছে নির্বাচন কমিশন। নির্বাচনী সুষ্ঠুভাবে পরিচালনার কৌশল চূড়ান্ত করতে শুক্রবার নির্বাচন কমিশন তাদের পর্যবেক্ষকদের একটি বৈঠক ডেকেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*