আজকের দিন

Spread the love

লালা লাজপত রায়

জন্মঃ ২৮ জানুয়ারি ১৮৬৫
তিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী। ভারতীয় জাতীয় কংগ্রেসের চরম পন্থীদলের লাল-বাল-পালের অন্যতম নেতা। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক ও লক্ষী বিমা কোম্পানি তিনি স্থাপন করেছিলেন।

কিছুসময়কাল তিনি হরিয়াণার রোহতক এবং হিসার শহরে উকালতি করেন। ভারতীয় জাতীয় কংগ্রেস দলের অন্যতম নেতা ছিলেন তিনি। বাল গঙ্গাধর তিলক ও বিপিন চন্দ্র পালের সহিত তিনি লাল-বাল-পাল নামেই বিখ্যাত ছিলেন। এই তিন নেতারাই ভারতে সর্বপ্রথম ব্রিটিশ থেকে ভারতের স্বাধীনতার দাবী করেন পরবর্তি সময়ে সমগ্র ভারতবাসী এই আন্দোলনে জড়িয়ে পড়ে। ১৯২৮ সালে সাইমন কমিশনের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রদর্শনিতে অংশগ্রহন করেন। ১৭ নভেম্বর ১৯২৮ তাঁর মৃত্যু হয়।

জন্মদিবসে রোজদিনের পক্ষ থেকে জানাই শ্রদ্ধাঞ্জলি।

===============================================================================

পন্ডিত যশরাজ

জন্মঃ ২৮ জানুয়ারি ১৯৩০
হিন্দুস্তান ক্লাসিকাল মিউজিকের মেওয়াটি ঘরানার তিনি একজন বিখ্যাত ধ্রুপদী গায়ক।

রাগ সিম্ফোনি, অনুরাগ, ইনভোকেশন, কানহা, খাজানা, মালহা, পরম্পরা, উপাসনা, দরবার, শোল ফুড, হাভেলী সঙ্গীত, ইনস্পিরিয়েশান ইত্যাদির জন্য তিনি জনপ্রিয়। এছাড়াও ১৯২০, লাইফ অফ পাই, বীরবর ইত্যাদি ছবিতে তিনি গান গেয়েছেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকো জানাই শুভ জন্মদিন।

===============================================================================

শ্রুতি রাজলক্ষী হাসান

(জন্ম: ২৮শে জানুয়ারি, ১৯৮৬)
তিনি একজন ভারতীয় অভিনেত্রী, গায়িকা এবং সুরকার। তাঁর বাবা বিখ্যাত অভিনেতা কামাল হাসান ও মা সারিকা ঠাকুর।

২০০৯ সালে লাক ছবিতে প্রাপ্ত বয়ষ্ক হিসাবে তিনি প্রথম কাজ করেন। ২০১২ সালে, তিনি “গব্বার সিং”, হিন্দি “দাবাং” সিনেমার তেলেগু পুনঃনির্মিত সিনেমায় অভিনয় করেন, যা তাঁর একটি সফল চলচ্চিত্র। এছাড়াও তিনি হে রাম, দিল তো বাচ্চা হ্যায় জি, যেভাদু, তেভার, পুলি, ইত্যাদি ছবিতে অভিনয় করেন।

রোজদিনের পক্ষ থেকে তাঁকে জানাই শুভ জন্মদিন।

 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*