ঝটিকা সফরে কলকাতার দুর্গাপুজোর উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ বিকেলে বিশেষ বিমানে ছত্তীসগঢ় থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছেছেন তিনি। এরপর সেখান থেকে সোজা লেবুতলা পার্কে। সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর উদ্বোধন করলেন তিনি। এবার সেখানে দুর্গাপুজোর মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যার রামমন্দিরের আদলে। অযোধ্যার রামমন্দিরের এখনও উদ্বোধন হয়নি। তবে তার আগেই আজ কলকাতার ‘রামমন্দিরের’ উদ্বোধনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। অমিত শাহ বললেন, “আমি আজ বাংলায় এসেছি শুধুমাত্র মা দুর্গার আশীর্বাদ নেওয়ার জন্য।”
দ্বিতীয়ার সন্ধেয় আলোয় আলোয় ভরে উঠেছে সন্তোষ মিত্র স্কোয়ারের রামমন্দির। মণ্ডপসজ্জা দেখে অভিভূত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও। পুজোর উদ্যোক্তাদেরও প্রশংসা করেলন শাহ। বললেন, “রামমন্দির উদ্বোধনের আগে, আজ উত্তর কলকাতার এই মণ্ডপ গোটা বিশ্বের কাছে রাম জন্মভূমির বার্তা পৌঁছে দিচ্ছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী জানালেন, আজ মণ্ডপে দেবীর কাছে বঙ্গবাসীর জন্য তথা আপামর দেশবাসীর জন্য প্রার্থনা করবেন। একইসঙ্গে পশ্চিমবঙ্গ থেকে দুর্নীতি, অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে দেবী দুর্গা যাতে সকলকে শক্তি দেন, সেই প্রার্থনাও করবেন তিনি।
Be the first to comment