‘বালুর শরীর খারাপ, ও যদি মরে যায়…’, বড় হুঁশিয়ারি মমতার

Spread the love

দ্বাদশীর সকাল থেকে ইডির হানা রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে। রেশন দুর্নীতি মামলায় এই অভিযান বলে সূত্রের খবর। এই ঘটনায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইডির বিরুদ্ধে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীঘাটে নিজের বাসভবন থেকে সাংবাদিক সম্মেলন করে মমতা বলেন, “এমনিতেই বালুর সুগার আছে, ও খুবই অসুস্থ। ও যদি মরে যায় তাহলে বিজেপির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে হবে, ইডির বিরুদ্ধেও অভিযোগ করতে হবে। সুলতান আহমেদকে আমরা হারিয়েছি। আমাদের সাংসদ ছিলেন। সিবিআইয়ের কাছ থেকে চিঠি পেয়েই বাথরুমে যান। সেখানেই মারা যান।”

এদিন সাংবাদিক সম্মেলনের একেবারে শুরুতেই মমতা বলেন, সবকিছু সীমা পার করে যাচ্ছে। আজ জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল। জেলার নেতা মন্ত্রীরা সুশৃঙ্খলভাবে এই কার্নিভাল করতে যখন ব্যস্ত, তখন তাঁদের বাড়িতে গিয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে হেনস্থা করা হচ্ছে।

মমতা বলেন, “আজ ভোরবেলা থেকে মানুষ বিজয়া দশমী করতে গিয়েছে, গিয়ে দেখে বালুর ঘরে ইডি গিয়ে রেড করছে। সব মন্ত্রীদের বাড়ি গিয়েই যদি রেড করে, তাহলে সরকারের বাকি থাকল কী?” কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার এই অভিযানে বিজেপিকে অনুঘটক হিসাবে দাবি করে মমতা বলেন, “এই নোংরা খেলা খেলে বিজেপি সকলের মুখ বন্ধ করতে চাইছে।” মমতার কথায়, শুধু এ রাজ্যেই নয়, গোটা দেশে যেখানেই বিরোধীরা সরব, সেখানেই কেন্দ্রীয় এজেন্সি পাঠিয়ে ভয় দেখানো হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*