সেন্টাল মেট্রো স্টেশনটির নাম বদলে মেডিক্যাল কলেজ মেট্রো স্টেশন করার প্রস্তাব

Spread the love

কলকাতাঃ মেডিক্যল কলেজ এর নামে হাসপাতাল সংলগ্ন সেন্টাল মেট্রো স্টেশনটির নাম বদল করে মেডিক্যাল কলেজ মেট্রো স্টেশন করার প্রস্তাব স্বাস্থ্য দপ্তরে পাঠিয়েছে হাসপাতাল এর রুগি কল্যান সমিতি। এই বিষয়ে দিল্লীতে কেন্দ্রীয় রেল মন্ত্রী পিয়ুষ গোয়েল কেও মেডিক্যল কলেজ হাসপাতালের পক্ষ থেকে এই চিঠি পাঠানো হয়েছে। আজ এই কথা জানিয়েছেন কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চেয়্যারম্যান ডঃ নির্মল মাঝি। কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতাল এর ১৮৪তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আজ বিশেষ অনুষ্ঠান এর আয়েজন করে হাসপাতাল কর্তৃপক্ষ।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এই অভিনব উদ্যোগ নিয়েছে হাসপাতালে এর রুগি কল্যান কমিটি। এই বিষয়ে একটা প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্যের স্বাস্থ্য সচিব অনিল ভর্মা, রাজ্যের স্বাস্থ্য-শিক্ষা অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য কে। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে কেন্দ্রীয় রেল মন্ত্রকে চিঠি দিয়েছেন। এর পর কেন্দ্রীয় রেল মন্ত্রকের পক্ষ থেকে বিস্তারিত তথ্য চাইলে সেই বিষয়ে রেল মন্ত্রককে বিস্তারিত প্রস্তাব পাঠানো হবে।

এই বিষয়ে পুর ও নগরন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “ এটা একটা অভিনব উদ্যোগ। মুখ্যমন্ত্রীর সাথে আমি এই বিষয়ে নিজে কথা বলব। এই বিষয়ে মেট্রো রেল কর্তৃপক্ষ একটা সিদ্ধান্ত নেবে। যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। এটা আমাদের রাজ্য সরকারের কিছু করার নেই। তবে এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের কাছে প্রাচীন এই মেডিক্যল কলেজের জন্য আমরা আবেদন জানাবো”

রুগি কল্যান সমিতির চেয়্যারম্যান ডঃ নির্মল মাঝি বলেন, “ মুখ্যমন্ত্রীর রেল মন্ত্রী থাকার সময় রেলের জন্য যে প্রকল্পগুলি নিয়েছিলেন কেন্দ্রীয় সরকার সে গুলিকে বন্ধ করে দিচ্ছে। কেন্দ্র রাজ্য সরকারের সাথে দিমাতৃ সুলভ আচারণ করছে। একটি ১৮৪ বছরের প্রাচীন মেডিক্যাল কলেজ এর সম্পর্কে মুখ্যমন্ত্রী নিশ্চয়ই কেন্দ্রীয় সরকার কে জানাবেন। কিন্তু যেহেতু এটা কেন্দ্রীয় সরকারের বিষয়। তাই এই বিষয়ে তাদের কাছে আমরা আবেদন জানাবো ”

এই বিষয়ে রাজ্যের স্বাস্থ্য শিক্ষা অধিকর্তা দেবাশিষ ভট্টাচার্য বলেন, “ এটা একটা অভিনব প্রস্তাব। কিন্তু এটা করার ক্ষমতা আমার নেই। স্বাস্থ্য দপ্তরের সচিব এর মাধ্যমে এটা আমরা ফের দিল্লিতে কেন্দ্রীয় রেল মন্ত্রীকে জানাব”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*