প্রয়াত নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের মা নির্মলা বন্দোপাধ্যায়। কেওড়াতলা মহাশ্মশানের শেষকৃত্য সম্পন্ন হবে তাঁর। তার আগেই তাঁকে শেষবারের মতো দেখতে তাঁর গড়িয়াহাটের বাড়িতে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গান স্যালুটের মধ্য দিয়ে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। এদিন হাসপাতাল পরিদর্শনের পাশাপাশি নোবেলজয়ীর বাড়িতেও পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে মারা গেলেন নোবলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিয়াক বন্দ্যোপাধ্যায়ের মা অধ্যাপক নির্মলা বন্দ্যোপাধ্যায়। তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। তাঁর এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে তিনি বাথরুমে পড়ে গিয়ে মাথায় আঘাত পান। দ্রুত তাঁকে দক্ষিণ কলকাতার একটি হাসপাতালে ভর্তি করা হয়। রাতেই তাঁকে হাসপাতালে দেখতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি কথা বলেন, হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে। ঘটনাচক্রে মঙ্গলবারই আমেরিকা থেকে বাড়িতে ফিরছিলেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সকালে কলকাতায় পা রেখে সোজা হাসপাতালে চলে যান।
মুখ্যমন্ত্রী তাঁর শোকবার্তায় এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘লন্ডন স্কুল অফ ইকোনমিক্সের ছাত্রী ছিলেন নির্মলা বন্দ্যোপাধ্যায়, ওঁর সঙ্গে আমার অনেক সুখস্মৃতি আছে’, তিনি আর লিখেছেন, ‘ অভিজিৎ, অনিরুদ্ধ, এস্থার ডাফলো এবং পরিবারের সদস্যদের প্রতি আমার সমবেদনা রইল। মহারাষ্ট্রের জন্মগ্রহণ করেন নির্মলা, তিনি লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়াশুনো করেছেন এবং কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সে অধ্যাপক হিসেবে কাজ করেছেন। তার স্বামী, অর্থনীতিবিদ দীপক বন্দ্যোপাধ্যায়, কলকাতার প্রেসিডেন্সি কলেজের অধ্যাপক ছিলেন। তিনিও লন্ডন স্কুল অফ ইকোনমিক্সে পড়েন। ২০০৭ সালে তাঁর মৃত্যু হয়।
Be the first to comment