ভোটের কয়েক ঘণ্টা আগে মাও-হামলা ছত্তীসগঢ়ে, আহত বিএসএফ জওয়ান-সহ ভোটকর্মী

Spread the love

রাত পোহালেই বিধানসভা নির্বাচন। এর মধ্যে IED-বিস্ফোরণে কেঁপে উঠেছে ছত্তীসগঢ়। সোমবার বিকালে ছত্তীসগঢ়ের কানকের জালায় আইইডি বিস্ফোরণ হয়। এই বিস্ফোরণে বিএসএফ-এর এক জওয়ান-সহ ২ ভোটকর্মী জখম হয়েছে। এটা মাও-হামলা বলে পুলিশের দাবি। ভোটগ্রহণ শুরুর কয়েক ঘণ্টা আগে এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, এদিন বিকালে কানকের জেলার ছোটেবেটিয়া থানা এলাকায় ভোটকর্মীদের পোলিং বুথে যাওয়ার সময়ই আইইডি বিস্ফোরণটি ঘটে। বিএসএফ ও জেলা পুলিশ বাহিনী রীতিমতো পাহাড়া দিয়ে ভোটকর্মীদের ছোটেবেটিয়া থানা থেকে ক্যাম্প মারবেদা ও রেনাগাঘাটি রেনাগগোন্ডি বুথে নিয়ে যাচ্ছিলেন। দলে মোট চারটি বুথের ভোটকর্মীরা ছিলেন। আচমকা আইইডি বিস্ফোরণে বিএসএফ-এর এক কনস্টেবল-সহ ২ ভোটকর্মী আহত হয়েছেন। প্রকাশ চাঁদ নামে ওই বিএসএফ কনস্টেবলের পায়ে আঘাত লেগেছে। আহত সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ছত্তীসগঢ়ে ৭ ও ১৭ নভেম্বর, দু-দফায় বিধানসভা নির্বাচন হবে। ইতিমধ্যে ভোটকর্মীরা বিভিন্ন বুথে পৌঁছে গিয়েছেন। এর মধ্যে ভোট শুরুর কয়েক ঘণ্টা আগে আইআইডি বিস্ফোরণে ভোটকর্মী থেকে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। ভোটের আগে ফের মাওবাদীরা মাথাচাড়া দিয়ে উঠল? সুষ্ঠুভাবে ভোটগ্রহণ সম্পন্ন হবে তো? এমন প্রশ্ন উঠছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*