‘মুক্তি’ মিলল না। ব্যাঙ্কশাল আদালত থেকে আবারও সিজিও কমপ্লেক্সই ঠিকানা হল রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। আরও ৭ দিন ইডি হেফাজতে পাঠাল আদালত। ১৩ নভেম্বর ফের আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এদিন আদালত থেকে বেরিয়ে একেবারে অন্য মেজাজে দেখা গেল জ্যোতিপ্রিয় মল্লিককে। হাবভাবই আলাদা ‘মন্ত্রীমশাই’য়ের। ডান হাত তুলে জ্যোতিপ্রিয় বললেন, “সাতদিন বাদে আবার আসছি।”
প্রসঙ্গত, এর আগে বালু নিজেই দাবি করেছিলেন ৬ তারিখ তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করে দেবেন। ‘মুক্তি’ও পাবেন। বালুর এই মন্তব্য ঘিরে জোর চর্চা শুরু হয়। এমনকী তৃণমূলও মুখিয়ে ছিল, বালু কী বলেন তা শুনতে। তবে এদিন তেমন কিছুই সামনে আসেনি। মুক্তিও ঘটেনি বালুর।
তবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ, এদিন বালুর আইনজীবী তাঁর জামিনের পক্ষে সওয়ালও করেননি। প্রশ্ন উঠছে, মন্ত্রী মুখে বললেও আদতে কি তিনি কোথাও মনে করছেন, এত সহজে তাঁর মুক্তি সম্ভব নয়? আর সে কারণেই কি তাঁর আইনজীবীরা এদিন মন্ত্রীর জামিনের পক্ষে কোনওরকম সওয়াল করলেন না? শুধুমাত্র ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ ও ‘দ্রুততার সঙ্গে তদন্ত শেষ হোক’ বলেই ক্ষান্ত থাকলেন?
Be the first to comment