কলকাতাঃ রাজ্যের সরকারি হাসপাতালের ন্যায্য মূল্যের ঔষধ-এর দোকান কে টেক্কা। এবার চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যানসার হাসপাতালে চালু হল অমৃত প্রকল্পে বিশেষ ঔষধ দোকান। এই দোকানে ঔষধ কিনলে মিলবে ৭০ শতাংশ ছাড়া। তবে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক রাজ্যে এই ধরণের দুটি ঔষধ এর দোকান চালু করলো। একটি বালিগঞ্জে জন ঔষধী নামে। অন্যটি চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতালে।
কী কী ঔষধ পাওয়া যাবে?
রাজ্য সরকারি হাসপাতালের ভর্তি রুগিদের জন্যই কেবল মাত্র নায্য মূল্যের ঔষধ চালু হয়। আর এখানে কেবল মাত্র জেনেরিক নামে মেলে ঔষধ। কিন্তু এখানে পাওয়া যাবে সব ধরণের ব্যান্ডের ঔষধ। তবে তার জন্য সেই রুগিকে রাজ্যের যে কোনও হাসপাতালে ভর্তির কাগজপত্র নিয়ে আসতে হবে। এমন কী জেনিরিক ছাড়াও দামী ব্যান্ডের ঔষধ এখানে পাওয়া যাবে।
বর্তমানে ক্যান্সারের সমস্ত ঔষধ এখানে পাওয়া যাচ্ছে। সব ধরণের অ্যান্টিবায়টিক, সেলাইন, ব্যথার ট্যাবলেট, ক্যান্সারের একাধিক ইণজেক্সশন, বাচ্ছাদের বেবি ফুড, সমস্ত রকম সিরাপ সহ সব ধরণের ঔষধ। ডাক্তারের প্রেস্ক্রিপশন আনলেন সঙ্গে সঙ্গে মিলবে ৭০ শতাংশ ছাড়।
চিত্তরঞ্জন ক্যানসার হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তবে এই অমৃত স্টোরে চিত্তরঞ্জন ক্যান্সার হাসপাতালের রুগিদের একটি বাড়র্তি সুবিধা দেওয়া হচ্ছে। তবে বাইরের রুগিদেরও সব রকম সহযোগীতা করা হচ্ছে।
ডঃ তাপস মাঝি বলেন, “ কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এই প্রকল্পের ঔষধ এর দোকানের জন্য একটি সমীক্ষা করেন। সেই সমীক্ষার পর ক্যান্সার হাসপাতালে ২টি অমৃত প্রকল্পের ঔষধ-এর দোকান চালু করার সিদ্ধান্ত নেয়। একটি চালু হয়েছে। অন্যটি খুব শীঘ্রই চালু হবে”
Be the first to comment