হিলির মকরামপুরে পালিত হল জাতীয় শিশু সপ্তাহ

Spread the love

দক্ষিণ দিনাজপুর: শনিবার হিলি ব্লকের মকরামপুর গ্রামের কিশোরী মেয়েদের নিয়ে জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে একটি সচেতনতা শিবির অনুষ্ঠিত হয়। এই সচেতনতা শিবিরে মকরামপুর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অন্তর্ভুক্ত কিশোরী মেয়েদের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বাল্যবিবাহ প্রতিরোধমূলক বিভিন্ন আলোচনা করা হয়েছে। এই সচেতনতা শিবিরে বাল্যবিবাহ মুক্ত জেলা গড়বার লক্ষ্যে উপস্থিত কিশোরীরা বাল্যবিবাহ রুখতে শপথ গ্রহণ করেন।

পশ্চিমবঙ্গ সরকারের কন্যাশ্রী প্রকল্পকে সঠিকভাবে রূপায়ণের জন্য ‘স্যাগ কেপি’ প্রকল্প বর্তমানে হিলি ব্লকে সক্রিয়ভাবে কাজ করছে। বাল্য বিবাহ, শিশুদের উপর যৌন নির্যাতন, শিশু পাচার সহ শিশুদের নানান অধিকার নিয়ে এই সচেতনতামূলক শিবিরে আলোচনা হয়। মানব পাচার, শিশু বিচার আইনের বিভিন্ন ধারা, বাল্যবিবাহের কুফল ও তার প্রতিকার, ইত্যাদি বিষয়ে আলোচনা করেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গরা। আজকের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে উপস্থিত কিশোরীদের নিয়ে একটি ছোট্ট রেলি বের হয়।

এদিনের শিবিরে উপস্থিত ছিলেন হিলি আইসিডিএস প্রকল্পের অন্তর্ভুক্ত ‘স্যাগ কেপি’ প্রকল্পের কর্মী অর্পিতা দাস, অঙ্গনওয়াড়ি কর্মী কলেশ্বরী পাহান, জয়ন্তী মন্ডল, অঙ্গনওয়াড়ি সহায়ক অঞ্জলি বর্মন, সন্ধ্যা শীল, উজ্জীবন সোসাইটির সক্রিয় কর্মী আশীষ উড়াও ও জয়ন্ত পাহান। উজ্জীবন সোসাইটির সম্পাদক সুরজ দাস বলেন, জাতীয় শিশু সপ্তাহ উপলক্ষে হিলি ব্লকের বিভিন্ন এলাকায় শিশু সুরক্ষা মজবুত করতে এবং বাল্যবিবাহ মুক্ত জেলা গড়তে কিশোরীদের নিয়ে সচেতনতা শিবির চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*