৪ রাজ্যের ফল ঘোষণার মাঝেই ইন্ডিয়া জোটের বৈঠকের ডাক

Spread the love

চার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ আজ। সকাল থেকে শুরু হয়েছে গণনা। আপাতত রাজস্থান, মধ্য প্রদেশ ও ছত্তীসগঢ়ে এগিয়ে বিজেপি। কংগ্রেস এগিয়ে শুধু তেলঙ্গানায়। ভোটের ফল প্রকাশের মাঝেই এবার বড় আপডেট। ইন্ডিয়া জোটের বৈঠক ডাকল কংগ্রেস। আগামী ৬ ডিসেম্বর জোটের বৈঠক ডাকা হয়েছে।

কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়্গে এ দিন সকালেই ইন্ডিয়া জোটের পরবর্তী বৈঠকের ডাক দেন। আগামী ৬ ডিসেম্বর বৈঠক ডাকা হয়েছে। পটনা, বেঙ্গালুরু, মুম্বইয়ের পর এবার বৈঠক দিল্লিতে। লোকসভা নির্বাচনকে পাখির নজরে রেখেই ২৮টি বিরোধী দল একজোট হয়েছিল। পটনায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পৌরহিত্ব্যে ইন্ডিয়া জোটের প্রথম বৈঠক বসেছিল। এরপর বেঙ্গালুরুতে দ্বিতীয় বৈঠক হয়। সেই বৈঠকে জোটের নাম ঠিক হয়। এর পরের মুম্বইয়ের বৈঠকে ইন্ডিয়া জোটের বিভিন্ন কমিটি গঠন হয়। কিন্তু এরপরই কিছুটা ঝিমিয়ে পড়েছিল ইন্ডিয়া জোট। শরিকি কংগ্রেস, সমাজবাদী পার্টি একে অপরকে আক্রমণও করছে নিত্যদিন। জল্পনা শুরু হয় ইন্ডিয়া জোটের ভাঙন নিয়ে। তার মাঝেই এবার বৈঠকের ডাক দিল কংগ্রেস।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*