৩ রাজ্যেই এগিয়ে বিজেপি, তেলেঙ্গানায় জয়ের পথে কংগ্রেস!

Spread the love

রবিবার সকাল ৮টা থেকে ভোট গণনা শুরু হয়েছে দেশের চার রাজ্যে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস ও বিজেপি দুই শিবিরই তাকিয়ে আছে এই বিধানসভা নির্বাচনগুলির ফলাফলের দিকে। এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখন চার রাজ্যেই ইভিএম গণনা শুরু হয়ে গেছে। তাতে দেখা যাচ্ছে, পোস্টাল ব্যালট গণনায় ছত্তীসগড়ে কংগ্রেস এগিয়ে থাকলেও ইভিএম মেশিন খুলতেই বিজেপির পাল্লা ভারী হয়ে যায়। এছাড়াও, মধ্যপ্রদেশ ও রাজস্থানেও বিজেপি, কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে। শুধুমাত্র তেলেঙ্গানায় কংগ্রেসের ফল ভাল হওয়ার ইঙ্গিত মিলছে।

সকাল সাড়ে ১২টা পর্যন্ত যা খবর, তাতে মধ্যপ্রদেশ, রাজস্থান ও ছত্তীসগড়ে কংগ্রেসের থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে বিজেপি। তবে তেলেঙ্গানাতে জোর টক্কর দিচ্ছে কংগ্রেস। ভোট বিশেষজ্ঞদের মতে, যা ট্রেন্ড তাতে কী ফল হতে চলেছে তা স্পষ্ট হচ্ছে।

মধ্যপ্রদেশ ও রাজস্থান কংগ্রেসের চিন্তা বাড়ালেও তেলেঙ্গানা হাসি ফোটাচ্ছে। ভোটের ফলাফলের প্রাথমিক ট্রেন্ড দেখে যে প্রশ্ন বড় হয়ে উঠছে তা হল, কে চন্দ্রশেখর রাও সরকার কি থাকবে তেলেঙ্গানায়, নাকি কুর্সির দখল নেবে কংগ্রেস? দেখা যাচ্ছে, এই রাজ্যে ১১৯ আসনে ভোটগ্রহণ হয়েছে। তাতে কংগ্রেস ম্যাজিক ফিগার ৬০টি আসনের বেশিতে এগিয়ে আছে। হাত শিবির এগিয়ে রয়েছে ৬৬ আসনে। সেখানে কেসিআরের দল বিআরএস এগিয়ে ৩৮টি আসনে। বিজেপি এগিয়ে মাত্র ৯ আসনে।

অন্যদিকে ছত্তীসগড়েও বিজেপি এগিয়ে। ৯০ আসনের এই রাজ্যে হাত শিবির এগিয়ে ৩৬টি আসনে। অনেকটাই এগিয়ে গেরুয়া শিবির। তারা এগিয়ে ৫৩টিতে। এখন দেখার, প্রাথমিক এই ট্রেন্ডের সঙ্গে শেষ ফলাফল কতটা মেলে। মনে করা হচ্ছে, আর ঘণ্টা দু’য়েক পরেই অনেকটাই পরিষ্কার হয়ে যাবে কী ফলাফল হতে চলেছে ৪ রাজ্যে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*