এটা কংগ্রেসের পরাজয়, মানুষের নয়: মমতা বন্দ্যোপাধ্যায়

Spread the love

তিন রাজ্যের ভোটে জিতেছে বিজেপি। তার পর থেকেই নরেন্দ্র মোদী সহ বিজেপি নেতারা দাবি করতে শুরু করেছেন, এ হল কেন্দ্রের সরকারের প্রতি মানুষের জনাদেশ। রাজ্যে জয়ের হ্যাট্রিক আসলে চব্বিশের হ্যাট্রিকেরই গ্যারান্টি। চব্বিশ ঘণ্টা পর এ ব্যাপারে মুখ খুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী বলেন, “এটা কংগ্রেসের হার, মানুষের পরাজয় নয়। বাবুরা একটা বেশি পেয়েছে (পড়ুন রাজ্য) আর কংগ্রেস একটায় হেরেছে একটা পেয়েছে। কংগ্রেসের থেকে ছত্তীসগড় আর রাজস্থান নিয়ে নিয়েছে। আবার কংগ্রেস তেলঙ্গনায় জিতেছে”।

মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়, “ইন্ডিয়া জোটের শরিকরা কেউ না কেউ ভোট কেটেছে। সেই জন্য বলছি আসন সমঝোতা করলে এটা হত না।” তৃণমূলনেত্রী আরও বলেন, “আমি এখনও মনে করি আসন সমঝোতা করলে চব্বিশ সালে বিজেপি আসবে না। ইন্ডিয়া জোট একসঙ্গে কাজ করবে। কিছু ভুল থাকলে শুধরে নেবে।”

রাজস্থানের ভোট ফলাফলের উদাহরণ টেনে মমতা বলেন, “রাজস্থানে ভোটের ফারাক খুব কম। ৩৯% আর ৪২%। অথচ ১২ শতাংশ ভোট কেটে নিয়েছে আমাদের ইন্ডিয়া জোটের প্রার্থীরাই। এর জন্য শুধু রাজস্থানেই ৭০ টা আসন জিতে গেছে বিজেপি। সুতরাং শুধু প্রচার করলেই হয় না,আর বক্তৃতা দিলেই হয় না। স্ট্র্যাটেজিটা ঠিক করতে হয়। ‌স্ট্র্যাটেজি ঠিক করলেই সব ঠিক হবে”।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*