জম্মু-কাশ্মীরে নির্বাচন কবে? সময়সীমা বেঁধে দিল সুপ্রিম কোর্ট

Spread the love

৩৭০ অবলুপ্তি নিয়ে গুরুত্বপূর্ণ রায় সুপ্রিম কোর্টের। কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ অবলুপ্তির সিদ্ধান্ত বৈধ, এ দিন জানায় শীর্ষ আদালত। একইসঙ্গে জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ দিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে রায়ে বলা হয়, আগামী ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে হবে।

কেন্দ্রের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে একাধিক পিটিশন দাখিল হয়েছিল। সেই মামলাগুলিকে একত্রিত করেই শুনানি হয় সুপ্রিম কোর্টে। আজ, ১১ ডিসেম্বর রায়দান করে শীর্ষ আদালত। প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বে পাঁচ বিচারপতির সাংবিধানিক বেঞ্চের তরফে রায়দান করে বলা হয়, ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহারের সিদ্ধান্ত বৈধ। জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের সিদ্ধান্তও সঠিক।

জম্মু-কাশ্মীরকে ভারতের অভিন্ন অঙ্গ বলে উল্লেখ করা হয় শীর্ষ আদালতের তরফে। নির্দেশে বলা হয়, জম্মু-কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফিরিয়ে দিতে হবে। একইসঙ্গে আগামী বছরের ৩০ সেপ্টেম্বরের মধ্যে জম্মু-কাশ্মীরে নির্বাচন করাতে হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*