২৪ ঘণ্টার মধ্যে দু-বার। ফের ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। সোমবার ফৈজাবাদে ভূমিকম্পের পর মঙ্গলবার সকালে ফের কম্পন অনুভূত হয় আফগানিস্তানে। এদিন সকাল ৭.৩৫ মিনিট নাগাদ জোরাল ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তানের মাটি। স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে।
ন্যাশনাল সিসমোলজি সেন্টার সূত্রে খবর, রিখটার স্কেলে এদিন সকালে আফগানিস্তানে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.২। যদিও এখনও পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনও খবর পাওয়া যায়নি। তবে আতঙ্ক ছড়িয়েছে। এর আগে সোমবারও ভূমিকম্পে কেঁপে উঠেছিল আফগানিস্তান। সোমবার সকালে আফগানিস্তানের ফৈজাবাদ এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৪.৪। সেই রেশ কাটতে না কাটতে ফের ভূমি কেঁপে ওঠায় আতঙ্ক ছড়িয়েছে।
Be the first to comment