সরকারি অফিসারদের একাংশ জমি কেনাবেচায় যুক্ত! ফের মমতার তোপে ভূমি দফতরের কর্তারা

Spread the love

মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরের শেষদিন। এদিন শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামের সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সাধারণ মানুষের হাতে বিভিন্ন প্রকল্পের সুবিধা তুলে দেওয়া হয়। এই অনুষ্ঠান থেকেই ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন তিনি। উত্তরবঙ্গ তথা শিলিগুড়ির উন্নয়নে তাঁর সরকার কী কী কাজ করেছে এবং আগামী দিন কী পরিকল্পনা নেওয়া হয়েছে, তার খতিয়ানও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। এদিনের অনুষ্ঠান থেকে ১২ হাজার মানুষের হাতে সরকারি পরিষেবা তুলে দেওয়া হয়েছে।

এদিনের সভা থেকে ব্লক স্তরের ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকদের একাংশের দিকে সরাসরি আঙুল তোলেন মুখ্যমন্ত্রী। মমতা বলেন, ‘আমার কাছে খবর আছে। সবাই নয়, কিন্তু কিছু কিছু বিএলএলআরও দুষ্টু লোকের সঙ্গে মিলে জমি কেনাবেচায় জড়িয়ে পড়েছেন। আমি ভূমি দফতরের প্রধান সচিবকে নির্দেশ দিচ্ছি অবিলম্বে তদন্ত শুরু করে এঁদের বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে। একটা রাজনৈতিক লোক ৫ টাকা চুরি করলে ১০ বার টিভিতে দেখানো হয়। কিন্তু সরকারি অফিসাররা কোনও দুর্নীতি করলে, আমি কিন্তু ছেড়ে কথা বলব না। দু’একজনের জন্য সকলের বদনাম যেন না হয়, এটা মাথায় রাখতে হবে। কারণ সবাই খারাপ নয়।’
এদিনের সভা থেকে ফের একবার দিল্লির কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আগে যখন শিলিগুড়ি আসতাম কতক্ষণ জ্যামে দাঁড়িয়ে থাকতে হত। এখন কত রাস্তা হয়েছে। কেন্দ্রীয় সরকার আবাস যোজনা, ১০০ দিনের কাজ, গ্রামীণ রাস্তা, স্বাস্থ্য যোজনা সহ একাধিক প্রকল্পের টাকা বন্ধ করে দিয়েছে। আগে জিএসটি না থাকায় রাজ্য সরকার নিজে ট্যাক্সের টাকা তুলত। জিএসটি চালু হওয়ার পর সব বন্ধ হয়ে গিয়েছে। ‘এক দেশ, এক ট্যাক্স’-এর নামে চালু করা হল জিএসটি। কী লাভ হল সবাই দেখতে পারছে। সব টাকা কেন্দ্রের পকেটে যাচ্ছে, আর আমাদের টাকা দিচ্ছে না। বাংলা কী দোষ করেছে?’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*