ইন্ডিয়া জোটের ‘প্রধানমন্ত্রীর মুখ’ খাড়গে, প্রস্তাব মমতার

Spread the love

ইন্ডিয়া জোটের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান বিরোধীরা? এনিয়ে বাংলার মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়, কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খাড়গের কথা উল্লেখ করেছেন। এদিকে মমতার এই প্রস্তাবের সঙ্গে অন্যান্য বিরোধীরা কতটা একমত তা নিয়েও অবশ্য প্রশ্নটা থেকেই গিয়েছে। 

তবে মমতার এই প্রস্তাবের পরে কার্যত আকাশ থেকে পড়েন কয়েকজন। তবে জোটের স্বার্থে তাঁরা এনিয়ে বিশেষ উচ্চবাচ্য করতে চাননি। অনেকেই মমতার এই মতামতের সঙ্গে আবার একমত হয়েছেন বলেও খবর। এমডিএমকে সাংসদ ভাইকো বলেন, তিনি( মমতা বন্দ্যোপাধ্য়ায়) প্রস্তাবটা রেখেছিলেন। তবে অনেকেই সমর্থন জানিয়েছেন। খাড়গেকে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে না রেখে মল্লিকার্জুন খাড়গেকে সামনে রেখে ইন্ডিয়া জোটের লড়াই হবে বলে খবর। 

মঙ্গলবার ছিল ইন্ডিয়া জোটের বৈঠক। সেখানেই প্রধানমন্ত্রীর মুখ হিসােব খোদ মমতা বন্দ্যোপাধ্য়ায় খাড়গের নাম প্রস্তাব করেন বলে খবর। তবে রাহুল গান্ধীর কথা না উল্লেখ করে কেন খাড়গের নাম করলেন মমতা তা নিয়ে নানা চর্চা চলছে রাজনৈতিক ময়দানে। 
এদিন অভিষেককে সঙ্গে নিয়েই তিনি জোট বৈঠকে গিয়েছিলেন। আর সেখানেই খাড়গের নাম সামনে আনলেন তিনি। তবে একাধিক বিরোধী দল এই প্রস্তাব মেনে নিয়েছেন বলে খবর। এমনকী আপ নেতা অরবিন্দ কেজরিওয়ালও অমত করেননি। তবে খাড়গে সাফ জানিয়ে দেন, আগে তো জিতে আসি। 

এদিকে মমতার এই প্রস্তাবের পরেই বঙ্গ কংগ্রেসকে তলব করেছে হাই কমান্ড। অন্তত ৬টি আসনে লড়াই করতে চায় কংগ্রেস। তার মধ্য়ে মালদা উত্তর, মুর্শিদাবাদের মতো আসনও রয়েছে। তবে মমতার প্রস্তাবকে মান্যতা দিয়েছেন বিরোধীরা। তবে বাংলায় কীভাবে তৃণমূল ও কংগ্রেস হাত ধরাধরি করবেন তা নিয়ে প্রশ্নটা অবশ্য থেকেই গিয়েছে। কারণ তৃণমূল কংগ্রেস কীভাবে বাংলায় কংগ্রেসের নেতা কর্মীদের উপর অত্যাচার করেছে, কীভাবে সংগঠনকে ভেঙে চুরে দিয়েছে তা বিলক্ষণ জানেন বঙ্গ কংগ্রেসের একাধিক নেতৃত্ব। শুধু বিজেপিকে আটকাতে গিয়ে কীভাবে কংগ্রেস আর তৃণমূল এক সারিতে বসবেন তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*