ময়দানে ‘নজির’ গড়ল লক্ষ কণ্ঠে গীতা পাঠ…

Spread the love

রবিবার কলকাতা ময়দানে আয়োজিত হয়েছে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। মূল হোতা বিজেপিই। তবে রয়েছে সনাতন সংস্কৃতি পরিষদ, অখিল ভারতীয় সংস্কৃত পরিষদ, মতিলাল ভারত তীর্থ সেবা মিশন এবং অন্যান্য আরও ধর্মীয় ও সামাজিক আশ্রম। এদিনের আয়োজনস্থল ছিল মানুষে-মানুষে পরিপূর্ণ। গানে গানে শুরু হয় ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠের অনুষ্ঠান। গাওয়া হয় দ্বিজেন্দ্রলাল রায়ের ‘ধনধান্য পুষ্পভরা’ গানটি। পরে শঙ্করাচার্যের বক্তব্য এবং তারপর মূল অনুষ্ঠান গীতাপাঠ। 

কলকাতায় এই প্রথম এমন আয়োজন। লক্ষ কণ্ঠে গীতাপাঠের এই অনুষ্ঠানে যোগ দিতে আজ সকাল থেকেই বিভিন্ন জেলা থেকে হাওড়া স্টেশনে আসতে শুরু করেন মানুষজন। তাঁদের সুবিধার্থে অখিল ভারতীয় সংস্কৃত পরিষদের পক্ষ থেকে হাওড়া স্টেশনের বিপরীতে মঞ্চও করা হয়। সেখান থেকেই তাঁদের যাওয়ার ব্যবস্থা করা হয়। অনেকে আবার লঞ্চে বা বাসে কলকাতায় আসেন। শীতের কুয়াশামোড়া সকাল আর ভোরের ঠান্ডাকে উপেক্ষা করেই গোটা রাজ্যের মানুষ আসেন কলকাতায়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*