জল্পনার অবসান। রাজ্য পুলিশের নয়া ভারপ্রাপ্ত ডিজি হচ্ছেন ১৯৮৯ ব্যাচের আইপিএস আধিকারিক রাজীব কুমার। তিনি বর্তমান ডিজি মনোজ মালব্যের স্থলাভিষিক্ত হচ্ছেন। বর্তমানে তথ্য প্রযুক্তি দফতরের প্রিন্সিপ্যাল সেক্রেটারি পদে রয়েছেন রাজীব। বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর অবসর নিচ্ছেন বর্তমান ডিজি মনোজ মালব্য। আগামীকালই নয়া দায়িত্ব রাজীব কুমার বুঝে নেবেন বলে খবর।
সুপ্রিম কোর্টের নির্দেশ মতো রাজ্যে পুলিশের মাথায় কাউকে বসানোর ক্ষেত্রে ইউপিএসসির অনুমোদন নিতে হয়। অতিরিক্ত ডিরেক্টর জেনারেল (এডিজি) এবং ডিজি পদমর্যাদার অফিসারদের নাম, তাঁদের অ্যানুয়াল কনফিডেনশিয়াল রিপোর্ট সহ যাবতীয় তথ্য পাঠাতে হয় ইউপিএসসিতে। সেই তালিকা দেখেই যোগ্যতম ৩ জনের নাম রাজ্য পুলিশের ডিজি পদের জন্য প্রস্তাব করা হয়। আর সেই ৩ জনের মধ্যে একজনকে বেছে নেয় রাজ্য।
এদিকে দুঁদে পুলিশ অফিসার হিসেবে পরিচিত রাজীব কুমার। স্পেশাল টাস্ক ফোর্সের প্রধান হিসেবে জঙ্গি দমনের পাশাপাশি অপরাধ দমনেও তাঁর দক্ষতা অসাধারণ। এর আগে কলকাতার পুলিশ কমিশনার হিসেবেও বড় দায়িত্ব সামলেছেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন হিসেবেও যথেষ্ট সমাদৃত রাজীব।
Be the first to comment