একাধিক চোরাই কম্পিউটার-সহ অভিযুক্তদের গ্রেফতার করল পুলিশ

Spread the love

জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার আবেশকুড়ি হাই মাদ্রাসার একাধিক কম্পিউটার চুরির ঘটনায় জড়িত বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র। বিদ্যালয়ে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার করার পাশাপাশি চোরাই কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করলো গঙ্গারামপুর থানার পুলিশ। বুধবার গঙ্গারামপুর থানার উদয় অঞ্চলের জগদীশপুর এলাকা থেকে চোরাই কম্পিউটার উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতরা হলেন শামীম মণ্ডল (২২) বাড়ি গঙ্গারামপুর থানার বাসুরীয়া অঞ্চলের সর্বমঙ্গলা রথিনাথপুর এলাকায়। অপরজন আবুল আজাদ মিয়া (২০) বাড়ি উদয় গ্রাম পঞ্চায়েতের চালুন্দা এলাকায়।বৃহস্পতিবার পুলিশি হেফাজতে চেয়ে ধৃতদের গঙ্গারামপুর মহকুমা আদালতে পাঠিয়ে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর চলতি মাসের ১৬ই ডিসেম্বর শনিবার বিদ্যালয় বন্ধ করে বাড়ি চলে যান বিদ্যালয়ের শিক্ষকরা।রবিবার বন্ধ ছিল বিদ্যালয়।সেই সুযোগকে কাজে লাগিয়ে বিদ্যালয়ের কম্পিউটার,প্রজেক্টার সহ অন্যান্য ইলেকট্রনিক সামগ্রী নিয়ে চম্পট দেয় চোরের দল।সোমবার বিদ্যালয় খুলতেই চুরির বিষয়টি নজরে পড়ে বিদ্যালয়ের শিক্ষকদের।যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। ঘটনার পরেই গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুর আলম। অভিযোগ পাওয়ার পরেই তদন্তে নামে গঙ্গারামপুর থানার পুলিশ। তদন্তে নেমে বিদ্যালয়ের প্রাক্তণ ছাত্র শামীম মন্ডল নামে একজনকে আটক করে পুলিশ।তাকে জেরা করতেই কম্পিউটারের হদিশ পান গঙ্গারামপুর থানার পুলিশ।

বুধবার সন্ধ্যায় গঙ্গারামপুর থানার উদয় চালুন্দা এলাকা থেকে কম্পিউটার সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে গঙ্গারামপুর থানার পুলিশ। এই ঘটনায় শামিম মন্ডল সহ আরো একজনকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার ধৃতদের আদালতে পেশ করে পুরো বিষয়টি খতিয়ে দেখছে গঙ্গারামপুর থানার পুলিশ। গঙ্গারামপুর থানার পুলিশের বড়োসড়ো এই সাফল্যকে সাধুবাদ জানিয়েছেন শহরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*