জয়দীপ মৈত্র, দক্ষিণ দিনাজপুর
ফের দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের এক যুবতী ও যুবক। জানা গিয়েছে, গঙ্গারামপুর থানার অন্তর্গত ঠেঙ্গাপাড়ার যুবতী শিপ্রা সরকার ও গঙ্গারামপুরের এক যুবক শুভঙ্কর রায় কিক বক্সিংয়ে পুরস্কার পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নাম উজ্জ্বল করল।
উল্লেখ্য, দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিকবক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার তথা ট্রেনার ও তাঁদের কোচ নানক রায়ের কাছে ট্রেনিং নিয়ে চলতি মাসের ২৩ তারিখে দার্জিলিংয়ের সেন্ট জোসেফ স্কুলে খেলো ইন্ডিয়া ওমেন্স কিক বক্সিং লীগে প্রথম হয়ে গোল্ড মেডেল প্রাপ্ত করেছে শিপ্রা সরকার। সারা রাজ্যের মধ্যে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর মেয়ে শিপ্রা সরকারের এ হল প্রাপ্তিতে যথেষ্ট খুশি দক্ষিণ দিনাজপুর জেলাবাসী-সহ গঙ্গারামপুরবাসীরা। পাশাপাশি শুভঙ্কর রায় ও এর আগে জাতীয় স্তরে সিলভার মেডেল লাভ করেছে পাঞ্জাবের জলন্ধারে। অন্যদিকে শিপ্রা সরকার এর আগেও দুইবার মেডেল লাভ করে জাতীয় স্তরে। ফের আরো একবার জাতীয় স্তরে মেডেল লাভ করায় দক্ষিণ দিনাজপুর জেলার নাম শীর্ষে এবং জেলা বাসি যথেষ্ট গর্বিত তাদের নিয়ে তা বলাই বাহুল্য।
বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের স্থানীয় একটি ফুটবল ক্লাবে তরফ থেকে তাদের দুজনকে সংবর্ধনা দেওয়া হলো। এ বিষয়ে দক্ষিণ দিনাজপুর ডিস্ট্রিক্ট কিক বক্সিং অ্যাসোসিয়েশনের কর্ণধার ও কোচ নানকরায় শিপ্রা সরকার ও শুভঙ্কর রায় একযোগে জানান, পড়াশোনার পাশাপাশি খেলাধুলার মধ্যে ও দৈনন্দিন কাজের মধ্যে মার্শাল আর্ট আত্মরক্ষার জন্য শেখা উচিত সকলকে। পাশাপাশি বিশেষ করে মেয়েদেরকে বার্তা দিতে চায় বর্তমান সময়ে প্রত্যেক মেয়েদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি মার্শাল আর্ট শেখা উচিত। কিকবক্সিংয়ে গোল্ড মেডেল পেয়ে দক্ষিণ দিনাজপুর জেলার মুখ উজ্জ্বল করল গঙ্গারামপুরের শিপ্রা সরকার আর যে কারণে গর্বিত দক্ষিণ দিনাজপুর জেলাবাসী।
Be the first to comment