সূর্য স্পর্শ ভারতের! গন্তব্যে পৌঁছল ইসরোর আদিত্য-L1

Spread the love

নতুন বছরে ইতিহাস গড়ল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। ISRO-এর প্রথম সূর্য মিশন-আদিত্য L1 শনিবার (6 জানুয়ারি) নির্ধারিত সময় অনুযায়ী লগরেঞ্জ পয়েন্টে প্রবেশ করেছে। ল্যাগ্রাঞ্জ পয়েন্ট হল সেই অঞ্চল যেখানে পৃথিবী এবং সূর্যের মধ্যকার মাধ্যাকর্ষণ নিরপেক্ষ হয়ে যায়। হ্যালো কক্ষপথে L1 পয়েন্টের চারপাশে উপগ্রহের মাধ্যমে সূর্যকে একটানা দেখা যায়। এটি সূর্যের সমস্ত ক্রিয়াকলাপের উপর নজর রাখা যায়। 2023-এর সেপ্টেম্বরে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে লঞ্চ করা আদিত্য L1 সৌরযানটিকে। এখন পৃথিবী থেকে ভারতের প্রথম সৌরযানটির দূরত্ব 15 লাখ কিলোমিটার। 400 কোটি টাকার এই মিশনটি এখন সৌর ঝড় থেকে ভারত সহ সমগ্র বিশ্বের উপগ্রহগুলিকে রক্ষা করবে।

এই উপলক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইট করেছেন। তাতে লেখা, “ভারত আরেকটি মাইলফলক অর্জন করেছে। ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল1 তার গন্তব্যে পৌঁছেছে। এটি সবচেয়ে জটিল মহাকাশ মিশনগুলির মধ্যে একটি। তবে আমাদের বিজ্ঞানীদের প্রচেষ্টা সফল হয়েছে। এটি অক্লান্ত পরিশ্রমের একটি ফল।”

মহাকাশযানটি পৃথিবী থেকে প্রায় ১৫ লক্ষ কিলোমিটার দূরে সান-আর্থ সিস্টেমের ল্যাগ্রঞ্জ পয়েন্ট (L1) এর চারপাশে একটি হ্যালো কক্ষপথে পৌঁছেছে। L1 বিন্দু পৃথিবী এবং সূর্যের মধ্যে মোট দূরত্বের প্রায় এক শতাংশ। শেষ স্টপে পৌঁছানোর পর মহাকাশযানটি কোনও গ্রহন ছাড়াই সূর্যকে দেখতে পাবে, এমনটা আগেই জানিয়েছিলেন ইসরোর বিজ্ঞানীরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*