রামমন্দির উদ্বোধনের সময়ই মোদিকে চাপে ফেলতে ‘মাস্টারপ্ল্যান’ কংগ্রেসের! কোন পথে যাবে ভারত জোড়ো ‘ন্যায়যাত্রা’?

Spread the love

লোকসভা নির্বাচনের প্রচারে ফের রাহুল গান্ধীর পদযাত্রাতেই আস্থা কংগ্রেসের। বিশেষ করে ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দির উদ্বোধনের সময়েই রাহুলের ভারত জোড়ো যাত্রার সিরিজ ২ শুরু হয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে, রামমন্দির নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কেন্দ্রিক প্রচারের আলো খানিকটা হলেও শুষে নিতে চলেছেন রাহুল। কংগ্রেস সাংসদ নিজে যখন এই যাত্রার প্রধান মুখ, তখন তিনি যে রামমন্দিরের উদ্বোধনে যাচ্ছেন না, তাও মোটামুটি অনুমান করা যায়।

এই যাত্রার নাম দেওয়া হয়েছে ভারত ন্যায় যাত্রা। শুরু হচ্ছে আগামী ১৪ জানুয়ারি। শেষ হবে ২০ মার্চ। এবারের যাত্রাপথ ঠিক হয়েছে মণিপুর থেকে মুম্বই পর্যন্ত। মোট ৬২০০ কিমি রাস্তা অতিক্রম করবে এই যাত্রা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে পতাকা নাড়িয়ে যাত্রার সূচনা করবেন। ১৪টি রাজ্যের ৮৫টি জেলা পেরিয়ে যাবে এই পদযাত্রা। তবে এবার পুরো পথটাই হেঁটে নয়, বাসে যাওয়া হবে। মণিপুরে শুরু হয়ে নাগাল্যান্ড, অসম, মেঘালয়, পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, রাজস্থান, গুজরাত এবং মহারাষ্ট্রে গিয়ে শেষ হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের নেতা জয়রাম রমেশ ন্যায় যাত্রার কারণ নিয়ে বলেন, আমরা মানুষকে অর্থনৈতিক, সামাজিক এবং ন্যায়বিচার দিতে চাই। কেসি বেণুগোপাল বলেন, এটা কোনও রাজনৈতিক যাত্রা নয়। আমরা সাধারণ মানুষের সমস্যাগুলি তুলে ধরতে চাই।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*