আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মিলিটারি একাডেমিতে হামলা চালিয়েছে হামলাকারীরা। এই ঘটনায় অন্তত দুইজন সৈনিক ও চার হামলাকারী নিহত হয়েছে। সোমবার ভোররাতে এই হামলাটি ঘটেছে বলে জানা গেছে সূত্র মারফত। আফগান কর্মকর্তারা বলছেন, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির কাছে সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নে হামলা চালানো হয়, যেখানে উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাদের প্রশিক্ষণ দেওয়া হয়। প্রাথমিকভাবে এই ব্যাটিলয়নই ছিল হামলাকারীদের মূল লক্ষ্য।
আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র দৌলত ওয়াজিরি জানান, মার্শাল ফাহিম মিলিটারি একাডেমির কাছে কয়েকজন হামলাকারীর সঙ্গে ভয়াবহ বন্দুকযুদ্ধে অন্তত দুইজন সৈন্য নিহত ও ১০ জন আহত হয়েছে। তিনি জানান, ভোরে আফগান সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নের ওপর হামলা চালানো হয়েছে। এক আত্মঘাতী বোমা হামলাকারী নিজেকে উড়িয়ে দিয়েছে এবং আরেকজন আমাদের সৈনিকদের হাতে ধরা পড়েছে। অপর তিনজনকে হত্যা করা হয়েছে এবং আরেকজন সৈনিকদের সাথে লড়াই চালিয়ে যাচ্ছে।
Be the first to comment