আইনভঙ্গকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা, সন্দেশখালিতে সরব রাজীব

Spread the love

সন্দেশখালির ঘটনায় অবশেষে মুখ খুলল রাজ্য-পুলিশ প্রশাসন। ইডি-র উপর হামলার ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ডিজিপি রাজীব কুমার। রেশন দুর্নীতির তদন্তে গিয়ে গত শনিবার হামলার শিকার হতে হয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তিন আধিকারিককে। এছাড়াও, গুরুতর আহত হয়েছিলেন তাঁদের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা। ঘটনার দিন ভাঙচুর করা হয়েছিল তদন্তকারী আধিকারিকদের গাড়িও। এই ঘটনায় অভিযোগ উঠেছে এলাকার তৃণমূল নেতা শেখ শাহজাহানের অনুগামীদের বিরুদ্ধে। অভিযুক্তদের কোনও ভাবেই রেয়াত করা হবে না বলে সাফ জানালেন রাজ্যের ডিজিপি রাজীব কুমার।

সোমবার গঙ্গাসাগর মেলার নিরাপত্তা সংক্রান্ত বিষয় পর্যবেক্ষণ করতে সেখানে পৌঁছন রাজীব কুমার। পরে সাংবাদিকরা ইডির উপর হামলা প্রসঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “যে বা যাঁরা আইন ভঙ্গ করেছেন, তাঁদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।” বস্তুত, রবিবার রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপাল সিভি আনন্দ বোস রাজ্যের পুলিশ প্রশাসনের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। ইডি-র উপর হামলার ঘটনার নিন্দা করেছেন তিনি। একই সঙ্গে নিখোঁজ শাহজাহানকে কেন এখনও গ্রেফতার করা হয়নি সেই বিষয়টিও রাজ্যের পুলিশ-প্রশাসনের কাছে জবাব তলব করেছিলেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*