না ফেরার দেশে রশিদ খান, শোকপ্রকাশ রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর

Spread the love

চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের নক্ষত্র রশিদ খান। মাস খানেক ধরেই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। মঙ্গলবার সকালে শারীরিক অবস্থা খারাপ হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

গত নভেম্বর মাস থেকে কলকাতার বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। খানের আগে প্রস্টেট ক্যানসার ধরা পড়েছিল। ডিসেম্বর মাসে তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন। মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়। তারপর কয়েকদিন যমে মানুষে লড়াই চলে। তবে চিকিৎসকদের চিকিৎসায় ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন। কিন্তু মঙ্গলবার ভোরে সঙ্গীতশিল্পীর শারীরিক অবস্থার অবনতি ঘটে। তড়িঘড়ি ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয়। এদিন দুপুর ৩টে ৪৫ মিনিট নাগাদ সেখানেই ৫৬ বছর বয়সে শেষ নিশ্বাস ত্যাগ করেন রশিদ খান। এদিকে রশিদ খানের প্রয়াণে শোকপ্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়ও।

উস্তাদ রশিদ খানের জন্ম উত্তরপ্রদেশের বাদাউনে। ১৯৬৮ সালের ১ জুলাই জন্মগ্রহণ করেন। সঙ্গীত পরিবারেই বেড়ে ওঠা রশিদের। দাদু উস্তাদ নিশার হুসেনের কাছে গান শেখা শুরু তাঁর। খুব ছোটবেলাতেই কলকাতায় চলে আসেন তিনি।  

সম্পর্কে উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো ছিলেন রশিদ। পরে কাকার হাত ধরেই মুম্বইয়ে পাড়ি দেন রশিদ। সেখানে গানের তালিম নেন তিনি। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে গানের তালিম শুরু করেন রশিদ। সঙ্গীত নাটক অ্যাকাডেমি পুরস্কার, পদ্মশ্রী, পদ্মভূষণ সম্মান পেয়েছেন তিনি। 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*