মুর্শিদাবাদ এর দৌলতাবাদের বাস দুর্ঘটনায় নিহতের নিকটাত্মীয়দের ৫ লক্ষ, বেশি আহতদের ১ লক্ষ ও কম আহতদের ৫০ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাথমিক তদন্তে কুয়াশার কারণে এই দুর্ঘটনা বলে মনে করা হচ্ছে। উদ্ধারকার্যে দেরি হওয়ার কারনে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। উত্তরবঙ্গ পরিবহন দফতরের এই বাসটি চলছিল বহরমপুর পুরসভার তত্বাবধানে। মুখ্যমন্ত্রী এবং পরিবহন মন্ত্রী ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলকে ডাকা হয়েছে। দুর্ঘটনার কারন খতিয়ে দেখতে পরিবহন দফতর ও পুলিশকে যৌথভাবে তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা ৪, তবে বাসটিতে ৫০ জনের বেশি যাত্রী ছিল ফলে মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা। উদ্ধারকাজে ৪ টি ক্রেনের সাহায্য নেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, জল অনেক বেশি, তাই তুলতে সমস্যা হচ্ছে। ক্রেন নামাতে সমস্যা হচ্ছে। ১০জনকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে ৩ জন মৃত। দুর্ঘটনা না হলেই ভালো হত। ড্রাইভারের আরও সতর্ক থাকা উচিত ছিলো।
জরুরি তৎপরতায় উদ্ধারকার্য সম্পন্ন করা হচ্ছে। উদ্ধারকাজে ৪ টি ক্রেনের সাহায্য নেওয়া হচ্ছে।
Be the first to comment