সোমবার শুরু হলো বাজেট অধিবেশন। ১ ফেব্রুয়ারি, ২০১৮ বৃহস্পতিবার কেন্দ্রীয় বাজেট পেশ। বাজেট অধিবেশনের প্রথম পর্যায় ২৯ জানুয়ারি থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে। এরপর ছুটি কাটিয়ে ফের সংসদের অধিবেশন শুরু হবে ৫ মার্চ। চলবে ৬ এপ্রিল পর্যন্ত। প্রসঙ্গত, ২০১৯ লোকসভা নির্বাচনের আগে সোমবার শেষ পূর্ণাঙ্গ বাজেট পেশ করতে চলেছে কেন্দ্রীয় সরকার । এবারের অধিবেশনে তিন তালাক বিল বড়ো ফ্যাক্টর হতে পারে। ২০১৯ সালে লোকসভা ভোট। সেদিকে নজর রেখেই এবারের বাজেটে বেশকিছু চমক দিতে পারেন অরুণ জেটলি। আয়করে ছাড়, কৃষিক্ষেত্রে বরাদ্দ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তবে কর্মসংস্থান, ব্যবসায়ীদের দুর্ভোগ সহ একাধিক ইস্যুতে সরকার বিরোধিতায় সরব হতে চলেছে অধিবেশন।
শুধু তিন তালাক বিলই নয়, লোকসভায় ২৮টি ও রাজ্যসভায় ৩৯টি বিল পেশ হতে পারে এবারের অধিবেশনে৷ রবিবার সংসদে সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অবশ্য বলেন, বাজেট অধিবেশন খুব গুরুত্বপূর্ণ। সরকার বিরোধীদের পরামর্শ গ্রহণ করছে। আগামীদিনেও করবে। সংসদের লাইব্রেরি ভবনে অনুষ্ঠিত এই সর্বদল বৈঠকে সরকার পক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, অর্থমন্ত্রী অরুণ জেটলি, সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার। কংগ্রেসের পক্ষে ছিলেন রাজ্যসভার বিরোধী দলনেতা গুলাম নবি আজাদ, লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে, তৃণমূলের লোকসভার নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েন প্রমুখ।
Be the first to comment