তিন তালাক বন্ধ হলে মুসলিম মহিলারা নির্ভয়ে বাঁচবেনঃ রাষ্ট্রপতি

Spread the love

‘তিন তালাক’ বন্ধ করার আইন দ্রুত কার্যকর হবে, যাতে মুসলিম মহিলারা নির্ভয়ে মর্যাদা নিয়ে বাঁচতে পারেন। সোমবার এমনই মন্তব্য করলেন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ। তিনি এদিন সংসদের দুইকক্ষে বাজেট অধিবেশনের সূচনা ভাষণ দিচ্ছিলেন। ভাষণে রাষ্ট্রপতি স্পষ্ট করেই জানান কোন রকম তোষন না করে বরং সংখ্যালঘুদের ক্ষমতায়নের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি একই সঙ্গে বিধানসভা এবং লোকসভা ভোট করার জন্য সংসদে আলোচনা করে ঐক্যমত্ত হওয়ার সওয়াল করেন তিনি। উপরাষ্ট্রপতি এম বেঙ্গাইয়ানাইডু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লোকসভার অধ্যক্ষ সুমিত্রা মহাজন, বিজেপি সভাপতি অমিত শাহ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী, সোনিয়া প্রমুখরা উপস্থিত ছিলেন এদিনের সংসদে।

এদিন রাষ্ট্রপতির বক্তব্যে উঠে আসে, আবাসন, জল, শৌচালয় সহ বর্তমান কেন্দ্রীয় সরকারের উদ্যোগে তৈরী বিভিন্ন প্রকল্পগুলি। রাষ্ট্রপতি এদিন তাঁর ভাষণে বলেন, আশাকরি এই অধিবেশনে তিন তালাক বিল পাশ হয়ে ‌যাবে। এতে দেশের মুসলিম মহিলারা সম্মানের সঙ্গে ও নির্ভয়ে বাঁচতে পারবেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী বলেন, তিন তালাক বিল পাশ করাতে সব দলের কাছেই আবেদন করছি। রাষ্ট্রপতি এদিন আরও বলেন, ২০২২ সালের মধ্যে দেশের অধিকাংশ গৃহহীন পরিবারকে ঘর দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছে সরকার। পাশাপাশি দেশের অধিকাংশ গ্রামে ব্রডব্যান্ড সংস‌যোগও দেওয়া হবে। দেশ থেকে দুর্নীতি দূর করাই যে সরকারের লক্ষ্য তা বোঝাতে গত ১ বছরে দেশের সাড়ে তিন লাখ সন্দেহজনক কোম্পানির রেজিস্ট্রেশন বাতিল করা হয়েছে বলেও জানান রাষ্ট্রপতি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*