নজরে লোকসভা! একশো দিনের কাজে ২১ লক্ষ শ্রমিককে টাকা দেবে রাজ্য, বড় ঘোষণা মমতার

Spread the love

রেড রোডে দু’দিনের ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেখান থেকে শনিবার বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। ১০০ দিনের কাজে বাংলার শ্রমিকদের টাকা মেটাবে তাঁর সরকার। আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিতের অ্যাকাউন্টে টাকা চলে যাবে বলে এদিন ধরনামঞ্চ থেকে ঘোষণা করলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেন্দ্রীয় সরকার ভাবছে বাংলাকে ভাতে মারব। আমি আমার প্রথম পদক্ষেপ আজ বলে যাই। ২১ লক্ষ মজদুর যাঁদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি আগামী ২১ ফেব্রুয়ারি তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে যাবে। রাজ্য সরকার দেবে।”

একইসঙ্গে মমতা বলেন, আবাসনের ১১ লক্ষ ‘ক্লিয়ার করেও করেনি’। মমতার কথায়, “আবাসনেরটা আমি আজকে বলব না। ঠিক টাইমে আবার বলব। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। আমরা ভিক্ষা চাই না, জয় করতে চাই না।” কিন্তু এই বিপুল টাকা আসবে কোথা থেকে? মুখ্যমন্ত্রী সে জবাবও দেন এদিন মঞ্চ থেকেই। জানান, এটা মানুষের টাকা, মাটির টাকা। এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিন বছর ধরে ১০০ দিনের শ্রমিকদের টাকা দেয়নি কেন্দ্র। সেই হকের টাকা দেবে বাংলার সরকার, জানিয়ে দেন মমতা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*