কত আসনে বিজেপি জয়ী হবে? সংসদে দাঁড়িয়ে ঘোষণা প্রধামন্ত্রীর

Spread the love

লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের আগেই এনডিএ জোট কত আসন পাবে, কত আসনে বিজেপি জয়ী হবে, তা সংসদে দাঁড়িয়ে ঘোষণা করে দিলেন প্রধামন্ত্রী নরেন্দ্র মোদী। এক দিকে, কংগ্রেসকে তীব্র আক্রমণ অন্য দিকে, বিজেপি সরকারের আমলে উন্নয়নের খতিয়ান দিয়ে মোদীর মন্তব্য, ‘‘২০২৪ সালের লোকসভা ভোটে এনডিএ ৪০০-র বেশি আসন পাবে।’’

এরপরই মোদীর ঘোষণা,’অবকি বার ৪০০ পার’। প্রধানমন্ত্রী জানিয়ে দেন,’এবার ৪০০-এর বেশি আসন নিয়ে আসতে চলেছে এনডিএ। আর বিজেপি একাই ৩৭০-এর বেশি আসন পাবে। লালকেল্লায় বলেছিলাম, রাম মন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সময়ও বলেছি, এক হাজার বছর পর্যন্ত সমৃদ্ধশালী ভারতের ভিত রেখে যাব।’

তাঁর সংযোজন,’প্রথম দফায় আমরা কংগ্রেসের রেখে যাওয়া গর্ত বুঝিয়েছি। দ্বিতীয় দফায় নতুন ভারতের ভিত তৈরি করেছি। তৃতীয় ভারতে উন্নত ভারত নির্মাণ করব।’

এদিন পরিবারতন্ত্র নিয়েও কংগ্রেসকে নিশানা করেছেন মোদী। বিজেপির বিরুদ্ধেও ওঠে পরিবারতন্ত্রের অভিযোগ। অমিত শাহের ছেলে জয় শাহের প্রসঙ্গ তোলেন বিরোধী নেতানেত্রীরা। তার জবাবে পরিবারতন্ত্রের ব্যাখ্যা দিয়েছেন মোদী। তাঁর কথায়,’একই পরিবারের একাধিক সদস্য নিজের ক্ষমতায় জনসমর্থন পেয়ে রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন। আমি তাঁদের কথা বলছি না। কিন্তু, কোনও রাজনৈতিক দল পরিবারের লোকেদেরই যদি প্রাধান্য দেয়, সেটাই পরিবারতন্ত্র। রাজনাথ সিং বা অমিত শাহের কোনও পরিবারিক দল নেই।’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*