কংগ্রেস যেন লোকসভায় ৪০টা আসন পায়, রাজ্যসভায় রাহুলদের আক্রমণ মোদীর

Spread the love

দ্বিতীয় নরেন্দ্র মোদী সরকারের শেষ অধিবেশনে সম্ভবত বুধবারই ছিল প্রধানমন্ত্রীর শেষ বক্তৃতা। লোকসভা নির্বাচনের মুখে সেই বক্তৃতায় রাজনীতির কথাই বেশি শোনা গেল। সেই কথায় বিরোধী জোটকে খোঁচাও দিলেন মোদী। সেই প্রসঙ্গেই জোট ইন্ডিয়ার প্রধান দল কংগ্রেসকে কটাক্ষ করতে গিয়ে টেনে আনলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য।

গত শুক্রবার কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’ সবে বাংলা ছেড়ে ঝাড়খণ্ডে ঢুকেছে। তার পরেই কলকাতায় নিজের ধর্না মঞ্চ থেকে কংগ্রেসকে আক্রমণ করেছিলেন তৃণমূলনেত্রী। মমতা বলেন, ‘‘কংগ্রেস সারা দেশে ৪০টা আসন পাবে কি না জানি না!’’ বাংলায় যে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের জোট হবে না, সেটা অনেক আগেই বুঝিয়েছিলেন মমতা। শুক্রবার সর্বভারতীয় ক্ষেত্রেও জোটের ভবিষ্যৎ স্পষ্ট হয়ে গিয়েছে মমতার বক্তব্যে। এ বার সেই বক্তব্যকেই মোদী কংগ্রেসকে আক্রমণের হাতিয়ার করলেন। ‘প্রার্থনা’ও করলেন, কংগ্রেস যেন কমপক্ষে ৪০টা আসন পায় লোকসভা নির্বাচনে।

সোমবার লোকসভার পরে বুধবার রাজ্যসভায় একই ঢঙে কংগ্রেসকে নিয়ে শ্লেষ ছিল মোদীর কথায়। তিনি বলেন, ‘‘আজ আমি একটা প্রার্থনা করতে চাই। প্রার্থনা করার অধিকার তো আমার রয়েছেই।’’ এইটুকু যখন বলছেন, তখনই বিজেপি সাংসদদের মধ্যে হাসাহাসি শুরু হয়ে যায়। এর পরেই রাজ্যসভায় বিরোধী দলনেতা তথা জোট ইন্ডিয়ার চেয়ারপার্সন মল্লিকার্জুন খড়্গেকে লক্ষ্য করে বলেন, “পশ্চিমবঙ্গ থেকে চ্যালেঞ্জ এসেছে আপনাদের কাছে, আপনারা ৪০-ও পার করতে পারবেন না। আমি প্রার্থনা করছি আপনারা অন্তত যেন ৪০টা বাঁচাতে পারেন।’’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*